পাঞ্জাবি গান শিখেছিলেন ক্যাটরিনা
ODD বাংলা ডেস্ক: বলিউড অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে প্রায় দেড় বছর আগেই সংসারী হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের আগ পর্যন্ত দুজনার মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল সেটা কেউই স্বীকার করেননি। তবে ইদানীং বিভিন্ন সাক্ষাৎকার বা অনুষ্ঠানে গিয়ে নিজেদের সম্পর্কের গোপন কথা ফাঁস করছেন দুজনে।
তেমনই এক সাক্ষাৎকারে ভিকি বলেছেন, তার মন জয় করতে ক্যাটরিনা পাঞ্জাবি গানও শিখেছিলেন!
বিদেশে বড় হওয়ার কারণে ইংরেজিতেই স্বাচ্ছন্দ্য ক্যাটরিনা। এখনো হিন্দি ভাষা পুরোটা রপ্ত করতে পারেননি। তার মধ্যেই পাঞ্জাবি শিখছেন। তবে বিয়ের আগেই ভিকির মন জিততে পাঞ্জাবি গান শিখেছিলেন ক্যাটরিনা। পরে উপলব্ধি করেন কী মস্ত বড় ভুল করে ফেলেছেন তিনি।
কারণ, রোমান্টিক ভেবে যে পাঞ্জাবি গান কণ্ঠে তুলেছেন ক্যাটরিনা, সেটি আদতে হিংসাত্মক একটি গান।
সাক্ষাৎকারে ভিকি জানান, যখন ভিকির কাছে প্রেম নিবেদন করতে সেই গান গেয়েছিলেন ক্যাট, শুনেই অবাক হন ভিকি। এরপর ক্যাটরিনাকে বলেন, ‘আমি তোমার ভালোবাসার অনুভূতিটা বুঝতে পারছি, তবে এটা অন্যত্র ভুল করেও গেও না।’ ভিকি জানিয়েছেন, গানের কথা ছিল এমন ‘তুমি আমার রাস্তায় এলে, আমি তোমাকে গুলি করে মেরে দেব’।
Post a Comment