রথযাত্রা উপলক্ষ্যে মহা ধুমধাম কলকাতায়, গোটা কর্মকাণ্ডে খরচ কত জানেন

ODD বাংলা ডেস্ক: পুরীর জগন্নাথধামে সাজো সাজো রব। হাতে আর মাত্র এক সপ্তাহ। তারপরই পুরীতে মহাসমারোহে পালিত হবে জগন্নাথের রথযাত্রা। আর এই মহোৎসবের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে চলতি অর্থবর্ষের বাজেটে। সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বার্ষিক এই উৎসবের জন্য বরাদ্দ অর্থের পরিমাণের তথ্য প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে পুরীর রথযাত্রা উৎসবের জন্য বরাদ্দ হয়েছে মোট ২৭১ কোটি ৭ হাজার টাকা।সূত্রের খবর, পুরীর রথযাত্রা উৎসবের জন্য চলতি বছরে মোট খরচের হিসেব ধার্য হয়েছে ২৬২ কোটি ১৬ হাজার টাকা। মন্দিরের নামে থাকা জমি, পাথরের খনি, UPI-এর মাধ্যমে অনলাইন ডোনেশন সহ অন্য ডিজিটাল মাধ্যমে সংগৃহীত অর্থ এবং মন্দিরের প্রণামী বাক্সের থেকে আয় বাড়ানোর লক্ষ্যে আরও জোর দেওয়া হয়েছে।মন্দিরের ম্যানেজিং কমিটির থেকে প্রস্তাবিত বাজেটে রয়েছে সেবায়েতদের পরিবারের হেল্থ ইনস্যুরেন্স বাবদ ৫ কোটি টাকা, সেবক আবাস যোজনার জন্য সাড়ে ৩ কোটি টাকা, শ্রী মন্দিরের আদর্শ গুরুকুলের জন্য আরও ৫ কোটি টাকা, সর্বোপরি মন্দিরের তহবিল বাবদ ৫০ কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.