ট্রেন থেকে যাত্রীর জিনিস চুরি গেলে দায় রেলের নয়, ক্ষতিপূরণ-মামলার রায়ে জানাল সুপ্রিম কোর্ট


ODD বাংলা ডেস্ক: ট্রেন থেকে যাত্রীর জিনিস চুরি হয়ে গেলে তার দায় রেলের নয়। একটি ক্ষতিপূরণ-মামলার রায়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এ ক্ষেত্রে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ট্রেনে যেতে যেতে কোনও যাত্রীর জিনিস চুরি হলে, তাকে রেল ‘পরিষেবায় বিচ্যুতি’ বলা যায় না। ট্রেনে সফর করার সময়ে সুরেন্দ্র ভোলা নামের এক ব্যক্তির ১ লক্ষ টাকা চুরি যায়। ওই ব্যক্তি দাবি করেছিলেন যে, ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার প্যান্টের পকেটে থাকা ওই টাকা গায়েব হয়ে গিয়েছে। তারপরই রেলের পরিষেবায় ত্রুটির অভিযোগ তুলে জেলা ক্রেতাসুরক্ষা আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। ক্রেতা সুরক্ষা আদালত রেল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, “কোনও যাত্রী যদি নিজের জিনিসপত্র সামলে রাখতে না পারেন, তবে তার দায় রেলের উপর বর্তায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.