বর্ষায় ব্যাগে কী কী রাখা জরুরি
ODD বাংলা ডেস্ক: প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষাকাল। অনেকেই আছেন যারা অধীর আগ্রহে বর্ষার জন্য অপেক্ষা করেন। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের পর বর্ষায় প্রকৃতি যেন নতুন করে প্রাণ পায়। চারদিক হয়ে ওঠে সবুজ এবং সুন্দর। তবে বর্ষার আছে বিড়ম্বনাও। আপনি হয়তো আকাশ পরিস্কার দেখে বের হয়েছেন, হঠাৎ করেই শুরু হতে পারে বৃষ্টি। কখনও আবার একটানা বৃষ্টি পড়তে থাকে। এ কারণে এ সময় বের হলে বাড়তি সতর্কতা জরুরি।
বেশিরভাগ নারীই হ্যান্ডব্যাগ নিয়ে বাইরে বের হন। আজকাল অনেক কর্মজীবী ছেলেদের কাঁধেও থাকে ব্যাগ। ব্যাগ ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হলেও প্রয়োজনীয় জিনিসপত্র বহনে এর ব্যবহার খুবই গুরুত্বপুর্ণ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্যান্ডব্যাগের ভেতরের জিনিসপত্রেও পরিবর্তন আসে। গ্রীষ্মে যেমন ব্যাগে থাকে হাত পাখা, সানস্ক্রিন তেমনি শীতে ময়েশ্চারাইজার। বর্ষা মৌসুমেও হ্যান্ডব্যাগে এমন কিছু রাখা প্রয়োজন যা আপনাকে হঠাৎ বৃষ্টি বা বিড়ম্বনার হাত থেকে বাঁচাবে।
১. বর্ষায় বর্সাতি বা রেইনকোটের কদর বেড়ে যায়। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে ব্যাগে রাখতে পারেন রেইনকোট।
২. বাহারি হোক বা থ্রি–ফোল্ড, বর্ষায় ব্যাগে একটা ছাতা রাখতে ভুলবেন না।
৩. বর্ষায় প্রিয় স্মার্টফোনের যত্ন নিতে ভুলবেন না। জল লেগে যাতে ফোন নষ্ট হয়ে না যায় সেজন্য একটা প্লাস্টিকের কভার রাখুন ব্যাগে।
৪. বাইরে বের হওয়ার আগে ব্যাগ কভার ও ল্যাপটপ কভার নিতে ভুলবেন না। এগুলোতে জল লাগলে অনেক দরকারি নথি নষ্ট হতে পারে।
৫. ছাতা থাকলেও বৃষ্টির জল গায়ে পড়তে পারে । সেক্ষেত্রে ছোট তোয়ালে, বা ড্রাই টিসু পেপার রাখুন ব্যাগে।
৬. ব্যাগে হ্যান্ড সানিটাইজার কাছে রাখা খুব জরুরি। বর্ষাতেই নানা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। সেক্ষেত্রে রাস্তাঘাটে খাওয়ার আগে হাতে স্যানিটাইজার লাগাতে ভুলবেন না।
৭. বর্ষার দিনে ব্যাগে পারফিউম রাখা খুব জরুরি। ঘামে, বৃষ্টির জলে ভিজে গেলে দুর্গন্ধ এড়াতে এটি খুবই প্রয়োজনীয়।
Post a Comment