বিয়ের ১১ বছর পর বাবা হলেন দক্ষিণী তারকা রামচরণ
ODD বাংলা ডেস্ক: রথযাত্রার শুভদিনে বাবা হলেন দক্ষিণী চলচ্চিত্র তারকা রামচরণ। মঙ্গলবার হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তারকার স্ত্রী উপাসনা। বিয়ের ১১ বছর পর রামচরণ এবং উপাসনার কোলে এল নতুন অতিথি। ‘আরআরআর’ ছবির নাটু নাটু’ গানের অস্কারজয়ের সুবাদে রামচরণ আজ চর্চিত বিশ্বের দরবারেও। তাঁর পিতৃত্ব লাভের সংবাদ জানানো হয় হাসাপাতালের তরফেই। একটি মেডিক্যাল বুলেটিন শেয়ার করে হাসপাতালের তরফে জানানো হয়, ‘‘২০ জুন ২০২৩ তারিখে হায়দরাবাদের জুবিলি হিলস অ্যাপোলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনি কোনিডেলা এবং শ্রী রামচরণের কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা এবং সদ্যোজাত সুস্থ আছে।’’
Post a Comment