পুরসভা নয়, কালীঘাট মন্দিরের সংস্কার করবে রিলায়েন্স

ODD বাংলা ডেস্ক: এবার কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্বে রিলায়েন্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যস্থতায় দায়িত্ব পেল মুকেশ আম্বানির সংস্থা। এমনই খবর মন্দির সূত্রে। উল্লেখ্য, প্রায় ৪ বছর আগে কালীঘাটের সংস্কারের দায়িত্ব নিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু নানা কারণে সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এর মাঝেই মন্দিরের সংস্কারের দায়িত্ব রিলায়েন্সের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। তবে স্কাই ওয়াক বানানোর দায়িত্ব যেমন পুরসভার হাতে ছিল তেমনই থাকবে বলে খবর।২০১৯ সালে কালীঘাট মন্দিরসংস্কারের দায়িত্ব পেয়েছিল কলকাতা পুরসভা। কথা হয়েছিল, ১৮ মাসের মধ্যেই মন্দির সংস্কার সম্পূর্ণ হবে। কিন্তু তা হয়নি। পুরসভার দাবি, করোনা কালে দীর্ঘ সময় থমকে ছিল কাজ। তারপর মন্দির চত্বর থেকে দোকানিদের সরাতেও বেগ পেতে হয়েছিল পুরসভাকে। উপরন্তু সারা বছর মন্দিরে ভক্তদের ভিড়। সব মিলিয়ে মন্দির সংস্কারের কাজের গতি শ্লথ হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.