মাত্র ৫০০ টাকায় রান্নার গ্যাস! ভোটের আগে বড় ঘোষণা সরকারের
ODD বাংলা ডেস্ক:ভোটের বছরে বাম্পার 'অফার'। মাত্র ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার প্রদান শুরু করল রাজস্থান সরকার। রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র মাস ছয়েক বাকি। আর সেই সময়েই আমজনতার ভোট টানতে বড়সড় ভর্তুকি শুরু করল অশোক গেহলট সরকার। বর্তমানে রান্নার গ্যাসে দেশে সবচেয়ে বেশি ভর্তুকি দিচ্ছে রাজস্থান। রাজস্থানের মতো রাজ্যে ক্ষমতা ধরে রাখা কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু লোকসভা নির্বাচনের সময়ে ধীরে ধীরে সেই রাজ্যের মহিলাদের বিজেপির প্রতি সমর্থন বাড়তে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে মহিলাদের সমর্থন পেতে এই ভর্তুকির মেগা অফার দিয়েছে গেহলট সরকার। অশোক গেহলট সরকার গত বছরের ডিসেম্বরেই গ্যাস সিলিন্ডারের দাম কমানোর এই প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর গত সপ্তাহে আরও একটি ধামাকা অফার দেওয়া হয়। তাতে বলা হয়, প্রত্যেক পরিবারকে ১০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হবে। গত ফেব্রুয়ারি মাসে সরকার তার ফ্ল্যাগশিপ স্বাস্থ্য প্রকল্পের কভারেজের পরিমাণও ঘোষণা করে।
Post a Comment