বলিরেখা দূর করতে

 


ODD বাংলা ডেস্ক: অনেকেরই বয়স বাড়ার জন্যে বলিরেখা দেখা দেয় তা কিন্তু নয়। বরং কিছু বদভ্যাসের জন্যে মুখে বলিরেখা দেখা দেয়। অর্থাৎ এসকল বদভ্যাস দূর করতে হবে। সেটা কিভাবে? আসুন জেনে নেই: 


বিছানায় পিঠ দিয়ে ঘুমান

অনেকে উপুড় হয়ে ঘুমান। এই বদভ্যাসের কারণে মুখে বলিরেখা পড়ে। প্রতিদিন অন্তত আট ঘণ্টার ঘুম প্রয়োজন। কিন্তু ঘুমের সময় কোনো সমস্যা হলে বা হুট করে ঘুম ছুটে গেলে বলিরেখা পড়তে পারে। মূলত প্রতিনিয়ত ঘুমের ব্যাঘাত ঘটলে গাল, কপালের পেশির সংকোচন ঘটে। এতে মুখে স্থায়ী বলিরেখা দেখা দেয়। অনেকে বলেন পাশ ফিরে ঘুমালে মুখে দাগ বসতে পারে। এতে ত্বকের ইলাস্টিসিটি ও কোলাজেন হারিয়ে যেতে শুরু করে। ফলে স্থায়ী বলিরেখা দেখা দেয়। তাই বিছানায় পিঠ ঠেকিয়ে ঘুমান। 


ঘন ঘন ভ্রু কুচকাবেন না

কটাক্ষ করে চাওয়া বা ঘন ঘন বিরক্তিতে ভ্রু কুচকানো ঠিক নয়। এতে কপালে দীর্ঘ বলিরেখা পড়তে পারে। তাই যতটুকু সম্ভব নিজেকে শান্ত রাখুন।


প্রয়োজনের বেশি মুখ পরিষ্কার করবেন না

অনেকে ঘন ঘন মুখ পরিষ্কার করে থাকেন। সাবান ব্যবহারে সচরাচর সাবানের চর্বি দ্রবীভূত হয়। এতে ত্বকের ময়লা দূর হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্রয়োজনীয় প্রাকৃতিক চর্বিও চলে যেতে পারে। এতে ত্বকে বলিরেখা পড়ে। তাই ত্বকের ধরন বুঝে দিনে একবার কি দুবার ধুয়ে নিন। ঘন ঘন ধোবেন না। 


ত্বকে ভিটামিন সি ব্যবহার করুন

ত্বকে ভিটামিন সি ক্যাপসুল বা জেলি ব্যবহার করুন। ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। তাছাড়া অতিবেগুনি রশ্মি থেকেও বাঁচতে সাহায্য করে। তাই নিয়মিত ত্বকে ভিটামিন সি ব্যবহার করতে পারেন। 


কফির বদলে কোকো

ডার্ক চকলেট বা কোকো কফির চেয়েও উপাদেয়। বিশেষত ত্বকের যত্নের ক্ষেত্রে চকলেট উপকারী। কফি পান না করে গরম চকলেট খাওয়ার অভ্যাস করুন। চকলেটে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। যা আপনার ত্বকের জন্যে উপকারী। 


ত্বকের যত্ন নিন

ত্বকের যত্ন নেওয়ার সাধারণ প্রক্রিয়াগুলো অনুসরণ করুন। বিশেষত রোদে ত্বক বেশিক্ষণ পুড়তে না দেওয়া, ত্বকের ধরন অনুযায়ী ত্বকের যত্ন নেওয়ার অভ্যাস করুন। এতে মুখে বলিরেখা পড়বে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.