কলকাতা বিমানবন্দরে যত্রতত্র থুতু ফেললে বড় বিপদ! গুনতে হবে ৩০০ টাকা জরিমানা


ODD বাংলা ডেস্ক: সরকার ও পুরসভার প্রচার সত্ত্বেও এক শ্রেণির নাগরিকদের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। এখনও তাঁরা যত্রতত্র থুতু পানের পিক ফেলতে অভ্যস্ত। যেখানে সেখানে থুতু ও পানের পিক ফেলে অপরিষ্কার করার প্রবণতা রুখতে কঠোর অবস্থান নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টের টার্মিন্যাল চত্বর ও তার বাইরে যেখানে সেখানে থুতু-পানের পিক ফেললে বা ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা করা হবে বলে জানা গিয়েছে। ওই এলাকায় বড়বড় বোর্ডে লেখা রয়েছে যে শুধুমাত্র স্মোকিং জোনেই ধূমপান করা যাবে। তা সত্ত্বেও অনেকের মধ্যেই নিয়ম না মানার এই প্রবণতা দেখা দিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।বিমানবন্দর কর্তৃপক্ষের কঠোর অবস্থান ও জরিমানার নিয়ম চালু করা সত্বেও এখনও অনেক মানুষ বেপরোয়াভাবে অপরিষ্কার করতেই অভ্যস্ত। বিমানবন্দরে পার্কিং এলাকার বিভিন্ন জায়গায় গুটখা ও পানের পিক ফেলার নিদর্শন এখনও জ্বলজ্বল করছে। স্মোকিং জোন থাকা সত্ত্বেও বিমানবন্দরে প্রবেশ ও বেরনোর পথেও অহরহ ধূমপান করতে দেখা যায় যাত্রী ও এয়ারপোর্টের কর্মচারীদের। এমনকী নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকদেরও সেখানে ধূমপান করতে দেখা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.