তিন গ্রহের ষড়াষ্টক যোগে নাজেহাল ৩ রাশি, ক্রমশ বাড়বে দুর্ভোগ!



 ODD বাংলা ডেস্ক: মঙ্গল, শুক্র ও শনি মিলে তৈরি করেছে ষড়াষ্টক যোগ। বর্তমানে এই গ্রহ তিনটি পরস্পরের থেকে ষষ্ঠ ও অষ্টম কক্ষে উপস্থিত। যার ফলে ষড়াষ্টক নির্মিত হয়েছে। বৈদিক জ্যোতিষে এই যোগকে অত্যন্ত অশুভ মনে করা হয়। তাই এর দ্বারা সমস্ত রাশির জীবনে কমবেশি সমস্যা সৃষ্টি হয়। এই তিন গ্রহের ষড়াষ্টক যোগ তিন রাশির জীবনে সমস্যার ঝড় তুলতে পারে। এই রাশির জাতকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। ষড়াষ্টক যোগের প্রভাবে সমস্যা বাড়বে কোন কোন রাশির জীবনে জেনে নিন।


মেষ রাশি 

ষড়াষ্টক যোগ মেষ রাশির জাতকদের জন্য অশুভ প্রমাণিত হবে। কারণ শুক্র আপনার গোচর কোষ্ঠীতে মারকেশ হয়ে অবস্থান করছে। অন্য দিকে রাশির অধিপতি মঙ্গল নীচস্থ হয়ে ভ্রমণ করছে। অন্য দিকে এই যোগে অষ্টম স্থানে শনি অবস্থান করছে। তাই এই সময়কালে মেষ রাশির জাতকদের বুকের কোনও রোগ হতে পারে। পাশাপাশি এ সময়ে নতুন কোনও লগ্নি করবেন না। আবার আপনার ওপর কেউ মিথ্যা অভিযোগ আনতে পারে।


মিথুন রাশি 

জ্যোতিষ বলছে মিথুন রাশির জাতকদের জন্য ষড়াষ্টক যোগ প্রতিকূল প্রমাণিত হবে। কারণ আপনার গোচর কোষ্ঠীতে মঙ্গল ঋণের অধিপতি হয়ে অর্থ স্থানে বিরাজমান। তাই ঋণ বৃদ্ধির যোগ রয়েছে। পাশাপাশি আর্থিক লোকসান সম্ভব। এ সময়ে কাউকে ঋণ পর্যন্ত দেবেন না। কারণ এর ফলেও লোকসানের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় ব্যয় সম্ভব। আপনাদের কোনও জরুরি কাজ আটকে যেতে পারে। নতুন কোনও লগ্নি করবেন না। সাবধানে গাড়ি চালান, কারণ দুর্ঘটনার যোগ রয়েছে।


ধনু রাশি 

ষড়াষ্টক যোগ ধনু রাশির জাতকদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। কারণ সন্তান স্থানের অধিপতি মঙ্গল নীচস্থ হয়ে মৃত্যু স্থানে গোচর করছে। এই সময়টি গর্ভবতী মহিলাদের জন্য কষ্টকর প্রমাণিত হবে। পাশাপাশি অষ্টম থেকে অষ্টম তৃতীয় স্থানে শনি বিরাজ করছে। তাই এ সময়ে ভাই-বোনের সমস্যা সম্ভব। স্বাস্থ্য দুর্বল হতে পারে। আবার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.