ওড়িশায় ট্রেনে এবার আগুন আতঙ্ক! ধোঁয়া দেখে চেন টানলেন যাত্রীরা
ODD বাংলা ডেস্ক:বালেশ্বর বিপর্যয়ের পর থেকে আতঙ্কে ওড়িশাবাসী-সহ গোটা দেশের মানুষ। তার মধ্যেই একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে আসছে। এবার সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুন আতঙ্ক।রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সেকন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস আপ ট্রেনটির একটি কামরা থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ভয়ে চিৎকার শুরু করেন উপস্থিত সকলেই। বিপদ বুঝতে পেরে ট্রেনের চেন টানেন কয়েকজন যাত্রী। সঙ্গে সঙ্গে ট্রেনটি থেমে যায়।জানা গিয়েছে, ট্রেনটিকে ওডিশার বেরহামপুর স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ট্রেনের কামরা খালি করে যাত্রীরা হুড়মুড়িয়ে বেরহামপুর স্টেশনে নেমে গিয়েছে। জানা গিয়েছে, এই এক্সপ্রেস ট্রেনটির B-5 কোচে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল।
Post a Comment