শ্রীরামকৃষ্ণের মামাবাড়ি বিক্রি করছে জমি মাফিয়ারা! বিস্ফোরক BJP সাংসদ

ODD বাংলা ডেস্ক:ঝাড়খণ্ডের দেওঘরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পারিবারিক দেবোত্তর সম্পত্তি বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা। চাঞ্চল্যকর এই অভিযোগ তুললেন BJP সাংসদ নিশিকান্ত দুবে। গোড্ডা নির্বাচনি কেন্দ্রের এই সাংসদের অভিযোগ, ঝাড়খন্ডের দেওঘরের কাছে কুণ্ডায় রয়েছে রামকৃষ্ণদেবের পারিবারিক দেবোত্তর সম্পত্তি যা বিক্রি হতে বসেছে।BJP সাংসদ জানান, রামকৃষ্ণদেবের পারিবারিক এই সম্পত্তির মধ্যে রয়েছে মাতা কুণ্ডেশ্বরীর মন্দিরও। জমি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। যা নিয়ে সাড়া পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গেও। এই মর্মে সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিশানা করেছেন নিশিকান্ত দুবে। পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেছেন তিনি। ঝাড়খণ্ড সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে আগামীদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দ্বারস্থ হবেন তিনি। এমনটাও জানিয়েছেন। কোনওভাবেই শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজরিত এই ভিটের অবমাননা হতে দেবেন না বলেই ঘোষণা তাঁর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.