টাইটানিক দেখতে গিয়ে তলিয়ে গেল ডুবোজাহাজ 'টাইটান'! উদ্ধার কি সম্ভব?


ODD বাংলা ডেস্ক:  ১১১ বছর আগে ডুবে যাওয়া 'RMS টাইটানিক'-র ধ্বংসাবশেষ ঘুরে দেখতে পাঁচ অভিযাত্রীকে নিয়ে আটলান্টিকে ডুব দিয়েছিল পর্যটক সাবমেরিন 'টাইটান'। তিনদিন কেটে যাওয়ার পরও খোঁজ সেই সেই ডুবোজাহাজের। গত রবিবার 'টাইটান' নিখোঁজের পর থেকেই আটলান্টিকের ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লাগাতার তল্লাশি চালাচ্ছে মার্কিন উপকূল রক্ষী বাহিনী। তল্লাশিতে দু'টি বিমান ও একটি সাবমেরিন ব্যবহার করা হচ্ছে।মার্কিন কোস্ট গার্ড সূত্রে খবর, ডুবোজাহাজ 'টাইটান'-র উদ্ধার কাজে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা গভীরে ওই সাবমেরিন চিহ্নিত করাই কঠিন হচ্ছে। সেই কারণেই ঘটনার পর তিন দিন কেটে গেলেও সাবমেরিনটিকে উদ্ধার করা যায়নি।বিশেষজ্ঞদের দাবি, ওই ডুবোজাহাজ রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছিল। সাবমেরিনটির উপরে একটি হ্যাঙারের মতো অংশ রয়েছে। সমুদ্রের বুকে সাবমেরিনটিকে খুঁজে পাওয়া গেলে দড়ি বা শিকল নামিয়ে তা হ্যাঙারে বাঁধা হবে। এর পরই সেটিকে টেনে তুলতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আদৌ কি অভিযাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব? মহাসাগরের বুক থেকে উপরে তোলা যাবে ওই সাবমেরিন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.