তামিলনাড়ুতে তৈরি হল দেশের দ্বিতীয় তাজমহল

ODD বাংলা ডেস্ক:  মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতিতে তৈরি করেছিলেন তাজমহল। যা দেখতে দেশ-বিদেশের লোক প্রতি বছর ভিড় করেন। এবার সেই ঐতিহাসিক তাজমহলকে টেক্কা দিতে আরও একটা তাজমহল তৈরি হয়ে গেল ভারতেই। তামিলনাড়ুর তিরুবরুর জেলার আমিরুউদ্দিন শেখ দাউদ নামের এক ব্যক্তি এই তাজমহল তৈরি করিয়েছেন। পুরোনো তাজমহলের সঙ্গে এই তাজমহলের মিল হল দুটিই নিজেদের প্রিয় মানুষের স্মৃতিতে তৈরি করা হয়েছে। কিন্তু শাহজাহান তৈরি করেছিলেন নিজের স্ত্রীর স্মৃতিতে, আর আমির উদ্দিন তৈরি করলেন নিজের মায়ের স্মৃতিতে। তামিলনাড়ুর তিরুবারুর জেলার এই তাজমহলের মতই দেখতে সৌধের ভিডিও বহু মানুষকে অবাক করে দিয়েছে। ২০২০ সালে আমিরুদ্দিননের মা জেলানি বিবি মারা যান। মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েন আমিরুদ্দিন। তিনি বলেন যে ২০২০ সালে মায়ের মৃত্যুর পর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি মারা গিয়েছেন। এরপর তিরুবরুরে তাঁর কিছু জমি ছিল এবং তিনি তাঁর পরিবারকে জানানযে আমার মায়ের দেহ কবরস্থানে না দিয়ে নিজের জমিতে কবর দিতে চান।  এরপর আমিরুদ্দিন সিদ্ধান্ত নেন যে নিজের মায়ের স্মারক তৈরি করবেন এবং এর পরে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা প্রসিদ্ধ তাজমহলের প্রতিকৃতি বানানোর পরামর্শ দেন। যদিও প্রথমে তিনি এমনটা করতে চাননি। তিনি কিন্তু পরে তিনি বিষয়টিকে সম্মতি দেন। ২০২১ সালের ৩ জুন কাজ শুরু হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.