তিহাড়েই ঠাঁই নাকি মুক্তি? অনুব্রত-কন্যার জামিন মামলার রায়দান বৃহস্পতিতেই

ODD বাংলা ডেস্ক: গোরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। তাঁর গ্রেফতারির পর থেকেই কার্যত ভেঙে পড়েছিলেন কেষ্ট। মেয়ের যাতে জামিন হয় তা নিশ্চিত করার জন্য সুকন্যার আইনজীবীকে বিশেষ মন্তব্যও করেছিলেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানি হয়েছে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের। সূত্রের খবর, বিচারক রঘুবীর সিং বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ মামলার রায়দান করতে পারেন। প্রসঙ্গত, সুকন্যা মণ্ডলের জামিন সংক্রান্ত মামলায় ED-র তরফে জানানো হয়েছিল, মণীশ কোঠারি তাঁর বয়ানে সুকন্যা প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছিলেন তিনিই সমস্ত ব্যবসা দেখাশোনা করতেন। পাশাপাশি তাঁকেও নির্দেশ দিতেন সুকন্যা, উল্লেখ করেছেন মণীশ কোঠারি। অন্যদিকে, শুনানিতে সুকন্যা মণ্ডলের আইনজীবীরা জানান, এই মামলায় অভিযুক্ত সতীশ কুমারের আত্মীয়রাও অভিযুক্ত। কিন্তু, তাঁদের গ্রেফতার করা হয়নি। তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার হলেও তাঁরা গ্রেফতার হননি। প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণেও সুকন্যা মণ্ডলের জামিন দরকার বলে আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.