সুতি পোশাক দীর্ঘদিন ভালো রাখার ৫ কৌশল

 


ODD বাংলা ডেস্ক: গরমের দিনে সুতির পোশাকের মতো আরামদায়ক আর কিছু নেই । অফিস পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠানবাড়িতে নিমন্ত্রণ, সুতির কাপড়জামাতেই স্বচ্ছন্দ্য বোধ করেন কেউ কেউ। সুতি পোশাক সব জায়গাতেই মানিয়ে যায়। এ কারণে ফ্যাশন হাউসগুলো সময়ের চাহিদাকে মাথায় রেখে তৈরি করছে বিভিন্ন ডিজাইনের সুতির পোশাক। তবে ঠিক মতো যত্ন না নিলে আপনার শখের পোশাকটি হয়ে যেতে পারে ফ্যাকাশে। সেক্ষেত্রে সুতির পোশাকের যত্ন নিতে কিছু বিষয় খেয়াল রাখা জরিুরি। যেমন-


১. সুতির পোশাক ধোয়ার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে। তরল সাবানে কাচতে পারলে খুব ভালো। অনেকেই গরম জলে কিছু ক্ষণ জামাকাপড় ডুবিয়ে রেখে তার পর কাচেন। কিন্তু সুতির কাপড় কখনওই গরম জলে ভিজিয়ে রাখা ঠিক নয়। এতে রঙ নষ্ট হতে পারে। সুতির পোশাক কাচার সময়ে ঠান্ডা জল ব্যবহার করাই ভালো।


২. ওয়াশিং মেশিনে সুতি কাপড় কাচতে হলে সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। এতে সুতির কাপড়ের উজ্জ্বল্য নষ্ট হবে না।


৩. চড়া রোদে সুতি কাপড় না শোকানোই ভালো। কারণ এতে রঙ ফ্যাকাশে হয়ে যেতে পারে। জামাকাপড়ের রঙ টিকিয়ে রাখতে পড়ন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন।


৪. অনেক সুতির কাপড় প্রথম বার কাচার সময়ে রঙ উঠে যায়। এ কারণে প্রথম বার ধোয়ার সময়ে লবণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবান জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে কাপড়ের রঙ টিকে থাকবে।


৫. সুতির পোশাক ধোয়ার সময় পোশাকগুলি উল্টো করে তার পর সাবান জল দিয়ে ধুতে পারলে ভালো। এতে কাপড়ের রঙ টিকবে দীর্ঘদিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.