কফিনে জেগে ওঠা সেই নারী মারা গেছেন
ODD বাংলা ডেস্ক: ইকুয়েডরে কফিনে জেগে ওঠা সেই নারী অবশেষে মারা গেছেন। গত ১৬ জুন তার মৃত্যু।
এর আগে গত ৯ জুন, ৭৬ বছর বয়সী বেলা মনতোয়াকে মৃত ঘোষণা করেছিলেন তার চিকিৎসকরা। বলেছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সে অনুযায়ী, স্বজনরা তাকে সমাধিস্থ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎই কফিনের ভেতরে নড়েচড়ে ওঠেন বেলা মনতোয়া।
পরে তাকে একই হাসপাতালে নেওয়া হয়। সেখানকার আইসিইউতে সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর ১৬ জুন মৃত্যুবরণ করেন বেলা।
ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে তিনি 'সার্বক্ষণিক নজরদারিতে' ছিলেন।
স্থানীয় গণমাধ্যমকে তার ছেলে গিলবার্ট বলেন, "এবার আমার মা সত্যিই মারা গেছেন। আমার জীবন আর আগের মতো থাকবে না।"
স্থানীয় মিডিয়া জানিয়েছে, ক্যাটালেপসিতে আক্রান্ত ছিলেন বেলা মনতোয়া। ফলে জ্ঞান হারানো, খিঁচুনি কিংবা শরীর শক্ত হয়ে যাওয়ার মতো ব্যাপারগুলো তার জন্য সাধারণ ছিল।
বেলা মনতোয়ার পুরো ঘটনাটি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রণালয়।
Post a Comment