আবারও পিট-জোলির সংসারে দ্বন্দ্ব



 ODD বাংলা ডেস্ক: হলিউডের অভিনেতা এবং অভিনেত্রী ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভালোবেসে ঘর বেঁধেছিলেন নন্দিত এই তারকারা। কিন্তু এক যুগের ভালোবাসার সেই বন্ধন ছিন্ন করতেও খুব একটা সময় নেননি তারা। এর পর নানা বিষয়ে দ্বন্দ্বও তৈরি হয়েছে সাবেক এই তারকা দম্পতির মধ্যে। আবারও নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা।

শরণাপন্ন হয়েছেন আদালতের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পিট ও জোলির দ্বন্দ্বের সূত্রপাত একটি আঙুর বাগান নিয়ে। পিটের সঙ্গে পরামর্শ না করেই জোলি তার অংশের বাগান বিক্রি করে দিয়েছেন। আর সেই খবর পেয়েই মামলা ঠুকে দিয়েছেন ব্র্যাড পিট। তার দাবি, জোলি তাঁর সম্পত্তি টেনুট দেল মন্ডোর কাছে বিক্রি করেছেন; যেটি রাশিয়ার একটি সংস্থা। তার সঙ্গে কোনো রকম আলোচনা না করে এই কাজ করেছেন জোলি, যা মেনে নেওয়া কঠিন। বিশেষ করে যেখানে এখনও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে।


পিট মনে করেন, জোলির এই পদক্ষেপে সায় দিলে তার ভাবমূর্তিতে দাগ লাগতে পারে। অভিনেতার আইনজীবীর আরও দাবি, পারস্পরিক সম্মতি ছাড়া এই জমি বিক্রি না করার শর্ত ছিল। সেই শর্তও ভেঙেছেন জোলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.