কাচে দাগ পড়েছে? পরিষ্কার করবেন কীভাবে
ODD বাংলা ডেস্ক: অনেক দিন ব্যবহারের ফলে কাচের জিনিসে দাগ পড়তে পারে। বিশেষ করে কাচের টেবিল, দরজায়, জানালায় দাগ দেখা যায়। এ ধরনের সমস্যায় ঘরোয়া সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-
বেকিং সোডা: যেকোনো আসবাব ঝকঝকে করে তুলতে বেকিং সোডার মতো উপকরণের জুড়ি মেলা ভার। এক কাপ জলে সামান্য বেকিং সোডা গুলে তা দিয়ে আপনার কাচের আসবাবটি ভালো করে মুছে নিন। দেখবেন পুরনো দাগগুলি সব উঠে গেছে।
ভিনেগার: কাচের মধ্যে লেগে থাকা দাগ তুলতে ভিনেগার দারুণ কাজ দেয়। ভিনেগারের মধ্যে বিশেষ কয়েকটি রাসায়নিক উপকরণ রয়েছে। এই উপকরণগুলি আঠালো দাগ পুরোপুরি তুলে দেয়।
নেল পলিশ রিমুভার: ভিনেগার, বেকিং সোডা বাদেও কাচ পরিষ্কারের আরেকটি উপকরণ হল নেলপলিশের রিমুভার। নেলপলিশ রিমুভার যে কোন দাগ সহজেই তুলে দেয়।
তেঁতুল: কাচের মধ্যে লেগে থাকা দাগ তুলতে তেঁতুল দারুণ কাজ করে। এর মধ্যে থাকা অ্যাসিডিক গুণ কাচের দাগ অল্প সময়ে তুলে ফেলে। অল্প জলের মধ্যে তেঁতুল গুলে তা দিয়ে কাঁচ পরিস্কার করুন।
লেবু: তেঁতুলের মতো লেবুও কাঁচের দাগ তুলতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাঁচের অনেকদিনের দাগও তুলে দেয়। ফলে কাঁচের আসবাব আগের মতোই ঝকঝকে দেখতে লাগে।
Post a Comment