লিপস্টিকের বিপদ এড়াতে



 ODD বাংলা ডেস্ক: লিপস্টিক নারীর সাজের প্রাণ। তবে লিপস্টিক ব্যবহারে ঠোঁটের ক্ষতি হতেই পারে। তারমানে এই নয় যে আপনি লিপস্টিক ব্যবহার করবেন না। সাজের প্রাণ বাদ দিয়ে তো আর নিজেকে সুন্দর করা যায় না। তবে লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তেমনটা করতে পারলে বিপদ এড়াতে পারবেন। এই যেমন: 


গাঢ় রঙের লিপস্টিকে সিসা, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। তাই গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার না করে হালকা শেডের লিপস্টিক ব্যবহার করা ভালো।

অনেকেই ঠোঁটে লিপবাম, সানস্ক্রিন বা এসপিএফযুক্ত ক্রিম না লাগিয়ে সরাসরি লিপস্টিক দেন। এই অভ্যাসে ঠোঁটের ওপর ক্ষতি হয়। তাই লিপস্টিক দেওয়ার আগে লিপবাম দেবেন।


প্রতিদিনই লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করা ঠিক না। কারণ এই লিপস্টিক ঠোঁটের চামড়া শুষ্ক করার পাশাপাশি চামড়া ফ্যাকাসে করে তোলে। যদি একান্তই না পারেন তাহলে টিন্টেড লিপ গ্লস ব্যবহার করেন। অন্তত ঠোঁট আর্দ্র থাকবে।

রাতে ঘুমোনোর আগে বেবি অয়েল বা মেকআপ রিমুভার দিয়ে লিপস্টিক তুলে নিন। রাতভর লিপস্টিক ঠোঁটে রাখবেন না। সপ্তাহে অন্তত দুদিন চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করতে হবে।

লিপস্টিক তোলার পর ঠোঁটে লিপবাম দিতে ভুলবেন না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.