মেয়ের গানের গলায় মুগ্ধ মা রাভিনা

 


ODD বাংলা ডেস্ক: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করেন রাভিনা। একটি পার্টিতে ইংরেজি গান গাচ্ছিলেন রাভিনার মেয়ে রাশা।

ভিডিওটি পোস্ট করে রাভিনা লিখেছেন এমন গুণী মেয়ের মা হতে পেরে তিনি গর্বিত। তার পরিবারে কেবল রাশাই এমন গানের গলা পেয়েছেন। মেয়ের এমন গুণ দেখে মুগ্ধ মা রাভিনা লেখেন ‘রাশার এমন টেলেন্ট আছে যেটা আমার কখনোই ছিল না।’


বিশ্ব সংগীত দিবসকে উৎসর্গ করে রাভিনা লেখেন যারা গান করেন তাদের ওপর সরস্বতীর আশীর্বাদ আছে। এবং তিনি গর্বিত যে তার মেয়ের ওপরও এই আশীর্বাদ আছে।


ভিডিওটি প্রকাশ পাওয়ার পর নেটিজেনরাও রাশার প্রশংসায় মেতেছেন। অনেকেই বলছেন আসলেই অনেক সুন্দর গলা রাশার। কেবল গান নয়। রাশা খুব শিগগিরই বলিউড মুভিতেও অভিষেক করছেন।


অভিষেক কাপুরের পরবর্তী অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করবেন রাশা। তার বিপরীতে অভিনয় করবেন অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগন। রাশা স্টার কিডদের মধ্যে সবেচেয়ে জনপ্রিয় একজন। প্রায়শই রাভিনা মেয়ে রাশার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.