সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখার উপায়
ODD বাংলা ডেস্ক: অনেকেই সুগন্ধি কেনার অনেকদিন পর ব্যবহার করেন। আবার কখনও দেখা যায় কয়েকদিন ব্যবহারের পর এর সৌরভ হারিয়ে গেছে। মুলত আপনার পছন্দের সুগন্ধি কত দিন ভালো থাকবে সেটা নির্ভর করছে সংরক্ষণ পদ্ধতির উপর। সঠিক সংরক্ষণের অভাবে দ্রুতই হারিয়ে যেতে পারে এর সৌরভ।
বেশিরভাগ সুগন্ধির বোতলের গায়ে লেখা থাকে শুষ্ক এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করার জন্য। সাধারণত আর্দ্রতা, তাপমাত্রা এবং আলোর উপস্থিতিতে সুগন্ধির সৌরভ নষ্ট হয়ে যায়। এ কারণে পছন্দের সুগন্ধির সৌরভ ধরে রাখতে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন-
১. সরাসরি সূর্যের আলো পড়ে এমন স্থান থেকে সুগন্ধির বোতল যত সম্ভব দূরে রাখুন। অতিরিক্ত আলোর প্রভাবে সময়ের আগেই সুগন্ধির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সুগন্ধ পরিবর্তন হয়ে যায়। এজন্য সুগন্ধির বোতল জামাকাপড়ের পেছনে এবং সরাসরি সূর্যের আলো পড়ে না এমন স্থানে রাখুন।
২.সুগন্ধি ব্যবহার করার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব বোতলের মুখ বন্ধ করে রাখবেন। এতে সুগন্ধ ও গুণাগুণ টিকে থাকে।
৩. সুগন্ধি ব্যবহার করার আগে কখনো বোতল ঝাঁকাবেন না। এতে সুগন্ধির সৌরভ দ্রুত নষ্ট হয়ে যায়।
৪. সুগন্ধি ফ্রিজে রাখবেন না। এতে অক্সিডাইজের মাধ্যমে হারিয়ে যেতে পারে সুগন্ধির আসল সুগন্ধ।
৫. সুগন্ধি ভালো রাখতে বক্সসহ কাপড়ের ড্রয়ার বা ক্লোজেটে সোজাসুজি দাঁড় করিয়ে রেখে দিন। প্রয়োজন মতো বের করে ব্যবহার করুন।
Post a Comment