হৃতিকের শার্টলেস ছবি দেখে ‘আগুন’ বললেন প্রেমিকা
ODD বাংলা ডেস্ক: হৃতিক রোশানের মাথায় ক্যাপ, গায়ে জামা নেই, পরনে ট্রাউজার। ক্যামেরার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে এমন লুকে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন— ‘ব্যাক ডে।’
হৃতিকের আবেদনময়ী লুক দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। ছবি দেখে কেউ কেউ বলছেন— ‘এজন্যই তাকে গ্রিক গড বলা হয়।’ নেটিজেনদের পাশাপাশি বলিউডের অনেক তারকাই এ পোস্টে মন্তব্য করেছেন। বাদ যাননি হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। এ অভিনেত্রী আগুন ও কালো রঙের হার্টের ইমোজি পোস্ট করেছেন।
সাবা আজাদ একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। তার পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।
জানা যায়, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃতিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। মাঝে কয়েকবার এ জুটির বিয়ের গুঞ্জন উঠে। কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। তবে প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় সাবা-হৃতিককে।
এর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
Post a Comment