সেলুনে ঘাড় মালিশ করাতে গিয়ে লাখ টাকার বিল
ODD বাংলা ডেস্ক: একটি সেলুনে চুল কাটানোর কুপন পেয়েছিল বন্ধু। সেই বন্ধুই তরুণীকে কুপনটি ‘উপহার’ দেয়। সেই কুপন চুল কাটাতে গিয়েই কাল হল জীবনে। এক লাখ টাকা ধারের বোঝা চাপল মাথার উপর। তার কাছে অত টাকা নেই জানাতেই খেপে ওঠেন সেলুন কর্মীরা।
তরুণটির কথায়, তাকে টাকা ধার করতে চাপ দেওয়া হয়। মোবাইলে অ্যাপ খুলে চটজলদি লোন দেয় এমন অ্যাপ থেকে টাকা ধার করতে বাধ্য করা হয়। টাকা দেওয়ার পরেই তাকে বেরোতে দেওয়া হয়।
কথা মতো, সেলুনে গিয়ে কুপন দেখাতেই তাকে আরও পাঁচ রকম পরিষেবার কথা জানানো হয়। ঘাড় মালিশ থেকে শ্যাম্পু করানোর কথাও বলা হয়। কুপন থাকায় তরুণটিও রাজি হয়ে যান পরিষেবা নিতে।
তরুণটির দাবি, সে সময় চশমা ছিল না তার কাছে। ফলে পরিষেবাগুলোর দাম দেখানো হলেও তিনি বুঝতে পারেননি ঠিকমতো। যাবতীয় পরিষেবার পর তার হাতে বিল ধরাতেই আঁতকে ওঠেন তিনি। ১ হাজার, ১০ হাজার নয়, পুরো ১ লাখ টাকার বিল হয়ে গেছে তার।
এই ঘটনার সুবিচার চেয়ে তিনি স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়েছে কিনা জানা যায়নি। বরং, লাখ খানেক টাকা পাওয়ার পর থেকে সেলুন মালিকও আর দোকান খোলেননি।
Post a Comment