খাসির লাহোরি কড়াই

 


ODD বাংলা ডেস্ক:  নতুন একটি পদ খাসির লাহোরি কড়াই রান্না করতে পারেন।

উপকরণ

১ কেজি হাড়ঁসহ খাসির মাংস

২ টি মাঝারি পেঁয়াজ

৪-৫ টি টমেটো

লবণ ( স্বাদ অনুসারে )

দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া

১ টেবিল চামচ হলুদ

আড়াই টেবিল চামচ লম্বা করে কুচি করা আদা

৩-৪ টি কাঁচা মরিচ

১/২ কাপ দই

৩/৪ টেবিল চামচ গরম মসলার গুঁড়া

১-২ টেবিল চামচ লেবুর রস

 তেল

১/২ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া

ধনিয়া পাতা কুচি


প্রস্তুত প্রণালি: পেঁয়াজ, টমেটো, আদা, ধনিয়া পাতা , কাঁচা মরিচ কুচি করে কেটে নিন। এরপর একটি বড় কড়াইয়ে মাংসের ভেতর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুড়া, টমেটো, পেঁয়াজ ও ১/৪ কাপ তেল দিয়ে মেখে ১ ঘন্টার জন্য অল্প আঁচে রান্না করুন।


এখন ১/২ কাপ তেল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মাংসের জল না শুকানো পর্যন্ত রান্না করুন। আগে থেকে লম্বা করে কাটা আদা কুচি ছড়িয়ে ৫-৬ মিনিট রান্না করুন।  


দই ও কাঁচা মরিচ কুচি ঢেলে ভালোভাবে নাড়তে থাকুন। এরপর গরম মসলার গুঁড়া ও লেবুর রস দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের চারপাশ দিয়ে তেল উঠা দেখা যায়।


এরপর মাংসের উপরে আদা, ধনিয়া পাতা ও কাঁচা মরিচ কুচি ছড়িয়ে ৫ মিনিটের জন্য রান্না করুন। এরপর চুলার আঁচ বন্ধ করে পোলাও, নান বা পরোটা দিয়ে পরিবেশন করুন মজাদার খাসির লাহোরি কড়াই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.