চাল রাখলেই পোকায় ভরে যাচ্ছে? সমাধান মিলবে যেভাবে
ODD বাংলা ডেস্ক: বেশিরভাগ মানুষই সারা মাসের চাল একসঙ্গে কিনে ঘরে সংরক্ষণ করেন। বাড়িতে অনেক দিন চাল রেখে দিলে পোকা হতে পারে। কিন্তু চালে কোনোভাবেই রাসায়নিক ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে চালে পোকা হলে ঘরোয়া পদ্ধতিতে তা দূর করতে পারেন।
কী করবেন-
তেজপাতা: পোকা তাড়ানোর সবচেয়ে সেরা উপায় হলো চালের পাত্রে তেজপাতা রাখা। আরও ভালো ফল পেতে একটি এয়ার টাইট পাত্রে চাল সংরক্ষণ করুন। তার মধ্যে বেশ কয়েকটি তেজপাতা দিয়ে দিন। এতে দূর হবে চালের পোকা।
নিমপাতা: তেজপাতায় পোকা দূর না হলে নিমপাতা রাখতে পারেন। ডালসহ নিম পাতা রেখে দিন চালের পাত্রে। তারপর কয়েকদিন অপেক্ষা করুন । দেখবেন, চালের সব পোকা চলে গেছে।
রসুন: রসুনের কোয়া ছড়িয়ে দিতে পারেন চালের পাত্রে। তবে মনে রাখবেন, রসুনগুলো শুকিয়ে গেলে সেগুলি আর কোনও কাজে লাগবে না। সেক্ষেত্রে আবার কাঁচা রসুন দিতে হবে। এতে দূর হবে পোকা।
রোদে রাখুন: যদি বেশি পরিমাণে পোকা হয়, তাহলে বিভিন্ন পাতা বা রসুনে কাজ নাও হতে পারে। সেক্ষেত্রে দুপুরের রোদে চাল রেখে দিন। তাপ পেলেই পোকা পালাবে। পোকার ডিমও নষ্ট হবে। তাহলে পরবর্তীতে চালে আর পোকা ধরবে না।
Post a Comment