পঞ্চায়েত ভোট উপলক্ষে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

ODD বাংলা ডেস্ক: আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন এই ভোট পরিচালনার দায়িত্বে থাকলেও রাজ্য সরকারের পরিকাঠামোর উপরেই নির্ভর করতে হয় তাঁদের। তাই রাজ্যের ২২টি জেলার যে সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোট হবে, সেই সব জায়গায় এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার এই সংক্রান্ত বিষয়ে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকার সরকারি, সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৮ জুলাই ছুটি থাকবে। ভোট দেওয়ার জন্য স্থানীয় স্তরে এই ছুটি দেওয়া হয়েছে। যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি ভোটগ্রহণের কাজে ব্যবহৃত হবে সেখানে ছুটির সংখ্যা অবশ্য বেশি। ৬-৭ জুলাই ভোটগ্রহণের কাজে ব্যবহার হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি দেওয়া হয়েছে। ভোটের আগে ভোটগ্রহণ কেন্দ্রে প্রস্তুতি সংক্রান্ত কাজের জন্য এই ছুটি দেওয়া হয়েছে বলেই মনে করছে প্রশাসনের একাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.