ট্যান কমাতে টমেটো নয়

 


ODD বাংলা ডেস্ক: গ্রীষ্ম গিয়ে বর্ষা এসেছে। গরমের অত্যাচারে অনেকেই ত্বকের জন্য নানা স্ক্রাব ব্যবহার করেন। আজকাল অনলাইনে স্ক্রাবের অনেক ধরনের টিপস পাওয়া যায়। সেখানে বিশেষজ্ঞ মতামতের কথাও বলা হয়। কিন্তু সব ধরনের ত্বকে সব উপাদান মানানসই নয়। যেহেতু মানানসই নয় তাই ত্বকে কিছু সমস্যা থাকে। তবে ত্বকের ট্যান কমাতে এই সময় অনেকেই টমেটোর স্ক্রাব ব্যবহার করেন। 


টমেটো

টমেটোর স্ক্রাব ব্যবহার করার কিছু ভাল দিক আছে। অনেকের ধারণা টমেটোর উপাদান পিগমেন্টেশন মলিন করতে সাহায্য করে। ফলে রোদের ট্যান দূর করতে এটি একটি কার্যকরী পদ্ধতি। টমেটোতে থাকা ভিটামিন সি অনেক সময় ত্বকে ব্রণর কারণ হতে পারে। বিশেষত টমেটোর স্ক্রাবে লেবুর রস দেয়া হয় অনেক সময়। এটাও ক্ষতিকর। সংবেদনশীল ত্বকে তাই ভিটামিন সি জাতীয় উপাদান আছে এমন স্ক্রাব ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। 


বিশেষজ্ঞদের মতে সংবেদনশীল ত্বকে টমটোর স্ক্রাব ব্যবহারে নিম্নোক্ত সমস্যা হতে পারে:


ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি রুক্ষ হয়ে ওঠে। 

মুখে লালচে-ভাব ও র‍্যাশ দেখা দেয়। 

অনেক সময় ত্বকে কালচে ছোপ পড়ে। 

স্ক্রাব ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.