স্বামীর কাছে যেসব কথা শুনতে পছন্দ করেন স্ত্রী
ODD বাংলা ডেস্ক: স্বামীরা যেমন স্ত্রীর কাছ থেকে যত্ন, ভালোবাসা আশা করেন, স্ত্রীদেরও স্বামীর কাছে কিছু চাওয়া- পাওয়া থাকে। কিন্তু অনেকসময়ই স্ত্রীরা তা মুখ ফুটে বলতে পারেন না। তাদের ধারণা, স্বামী হয়তো নিজেই বুঝে নেবেন। কিন্তু এমনটা নাও হতে পারে। স্ত্রীর মনে লুকানো চাহিদা ধরতে না পারলে অনেক ক্ষেত্রে সম্পর্ক আলগা হয়। স্ত্রী ভাবতে পারেন আপনি তার পরোয়া করেন না। কখনও কখনও এর ফলে সম্পর্কে ফাটলও ধরে। এ ধরনের সমস্যা এড়াতে কিছু বিষয় জেনে রাখতে পারেন। স্ত্রীরা স্বামীর কাছ থেকে ঠিক কী ধরনের কথা শুনতে পছন্দ করেন তা জানানো হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে।
ভালোবাসার কথা: ‘আমি তোমাকে ভালোবাসি’ জাদুকরী এই শব্দ তিনটির মধ্যে দারুণ শক্তি লুকিয়ে আছে। স্ত্রীকে যে ভালোবাসেন সে কথা বিভিন্নভাবে প্রকাশ করুন। তাহলে আপনার কাছে স্ত্রীর কতটা গুরুত্ব সেটা তিনি বুঝতে পারবেন।
প্রশংসা করা: স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করলে নিজের প্রতি তার আত্মবিশ্বাস বাড়বে।
ধন্যবাদ দেওয়া : স্ত্রীর ছোট ছোট কাজের প্রশংসা করুন। সেটা হতে পারে তার হাতের কোনো রান্না, কোনো কাজে তার সহযোগিতা।
তার দিন কেমন কেটেছে জানতে চাওয়া: স্ত্রীর প্রতি আপনার আগ্রহ বোঝাতে সারাদিন তিনি করলেন, কীভাবে সময় কাটালেন তা জানতে চান।
স্ত্রীর পাশে আছেন বলা : স্ত্রীর কাজে সমর্থন দিলে তিনি নিরাপত্তা বোধ করেন। স্ত্রীকে জানান তার যেকোন কথা শুনতে আপনি পাশে আছেন। প্রয়োজনে তাকে নানা বিষয়ে পরামর্শ দিন। এতে স্ত্রীর সঙ্গে আপনার বন্ধন কতটা দৃঢ় তা প্রকাশ পাবে।
সংসারে স্ত্রীর ভূমিকার প্রশংসা করা: সংসারে স্ত্রীর ভূমিকার প্রশংসা করে কিছু বললে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন।
স্ত্রীর প্রতি আস্থা প্রকাশ: স্ত্রীর প্রতি আস্থা প্রকাশ অর্থ তার সিদ্ধান্তকে সম্মান করা। এটা পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করবে।
Post a Comment