আটলান্টিকের অতল থেকে উদ্ধার টাইটানের ধ্বংসাবেশেষ!


ODD বাংলা ডেস্ক: বুধবার কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন বন্দরের কাছে ডুবোযান 'টাইটান'-র ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। 'হরাইজন আর্টিক' নামের নজরদারি ভেসেল ওই ধ্বংসাবশেষ তুলে নেয় কানাডার কোস্ট গার্ড। ছবিতে দুমড়ে মুচড়ে যাওয়া একতাল ধাতব পদার্থকে সমুদ্রের গভীর থেকে তুলতে দেখা গিয়েছে। যা ত্রিপল দিয়ে ঢেকে দেন কোস্ট গার্ডের কর্মীরা। দুর্ঘটনার প্রায় দু'সপ্তাহের মাথায় যা উদ্ধার করল কানাডার উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ওই ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ্যে এনেছে একাধিক সংবাদমাধ্যম।কানাডার উপকূলরক্ষী বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে,, "উদ্ধার কাজ প্রায় শেষ। সমুদ্রের নীচ থেকে টাইটানের অধিকাংশ ধ্বংসাবশেষই তুলে নেওয়া হয়েছে। আরও কিছু অংশ পড়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.