বাংলায় চালু হবে বন্দে ভারত মেট্রো, ছাড়বে হাওড়া থেকে

ODD বাংলা ডেস্ক: রাজ্যে চালু হচ্ছে দু'টি বন্দে ভারত মেট্রো ট্রেন। লোকাল ট্রেনের লাইনেই ছুটবে এই অত্যাধুনিক ট্রেনগুলি। এই ট্রেনে ৮টি করে কোচ থাকবে। এই ট্রেনগুলি চালু হলে সবথেকে বেশি লাভবান হবেন আজিমগঞ্জ লাইনের যাত্রীরা। এক নজরে দেখে নিন কোথা থেকে কোন কোন সময়ে ছুটতে পারে এই নয়া বন্দে ভারত মেট্রো। হাওড়া থেকে আজিমগঞ্জ যেতে পারে প্রস্তাবিত দু'টির মধ্যে একটি বন্দে ভারত মেট্রো। এই ট্রেনটি ব্যান্ডেল জংশন, কাটোয়া জংশনে দাঁড়াতে পারে। তাছাড়া অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, সলার, খড়গঘাট স্টেশনে ট্রেনটি দাঁড়াতে পারে। ট্রেনটি সকালে আজিমগঞ্জ থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশে যাবে। পরে সন্ধ্যায় সেটি হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে ফিরে যাবে। রবিবার ছাড়া আজিমগঞ্জ থেকে ৬ দিন এই ট্রেন চলার কথা। হাওড়া থেকে শনিবার ছাড়া বাকি ছ'দিন এই ট্রেন ছোটার কথা। ফেরার সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাওড়া থেকে আজিমগঞ্জের দিকে রওনা দেবে ট্রেনটি। ব্যান্ডেলে গিয়ে সেই ট্রেনটি পৌঁছবে ৭টা ৩৮ মিনিটে। ৭টা ৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ট্রেনটি ছেড়ে কাটোয়া পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে। সেখানে দু'মিনিট দাঁড়িয়ে আবার ছুটবে ট্রেনটি। এরপর রাত ১০টা ৫৫ মিনিটে সেটি গিয়ে আজিমগঞ্জে পৌঁছবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.