বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে জপ করুন এই বাস্তু মন্ত্র, ছন্দে ফিরবে জীবন

 


ODD বাংলা ডেস্ক:  বাস্তু দোষ এমনই একটি বিপজ্জনক দোষ যা ব্যক্তির জীবন থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি কেড়ে নিতে পারে। বাড়ির বাস্তু দোষ দূর করার একাধিক উপায়ের উল্লেখ পাওয়া যায়। নানান টোটকার পাশাপাশি কিছু মন্ত্র জপ করলে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষে বর্ণিত প্রতিটি দিকের পৃথক পৃথক দেবীদেবতা রয়েছেন। আবার এই দিকগুলির নিজস্ব মাহাত্ম্য রয়েছে। যেমন উত্তর দিকের দেবতা কুবের। এই দিক শুভ থাকলে ব্যক্তি জীবনে প্রচুর ধন-সম্পত্তি লাভ করতে পারে। পরিবারে আগত ইতিবাচক শক্তির প্রবাহকে বজায় রাখার জন্য প্রতিটি দিকের দেবদেবীকে প্রসন্ন করুন। এর জন্য কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন। কোন দিকের বাস্তু দোষ দূর করার জন্য কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।


উত্তর দিকের বাস্তু মন্ত্র: কুবের গায়ত্রী মন্ত্র


উত্তর দিকের দেবতা কুবের। দেবতাদের কোষাধ্যক্ষ হলেন কুবের। বাস্তু শাস্ত্রে উত্তর দিকটি অর্থের সঙ্গে জড়িত। এই মন্ত্র জপ করলে উত্তর দিকের বাস্তু দোষ দূর হবে পাশাপাশি ধন লাভের পথ প্রশস্ত হবে। মন্ত্রটি হল--


ওম যক্ষরাজয় বিদ্মহে বৈশ্রবণায় ধীমহি। তন্নো কুবেরঃ প্রচোদয়াতঃ।।


দক্ষিণ দিকের বাস্তু মন্ত্র: যম গায়ত্রী মন্ত্র


বাস্তু শাস্ত্র অনুযায়ী যম মৃত্যু ও দক্ষিণ দিকের অধিপতি দেবতা। দক্ষিণ দিকের সঙ্গে সম্পর্কযুক্ত পরিস্থিতিকে মজবুত বা দুর্বল করেন যম। এই দিকটি আইনি মামলা, কাজে লোকসান ও রোগের সঙ্গে জড়িত। দক্ষিণের বাস্তুকে নিয়ন্ত্রণ করার জন্য এই মন্ত্র জপ করুন--


ওম সূর্যপুত্রায় বিদ্মহে মহাকালায় ধীমহি। তন্নো যমঃ প্রচোদয়াৎ।।


পূর্ব দিকের বাস্তু মন্ত্র: সূর্য গায়ত্রী মন্ত্র


বাস্তু অনুযায়ী বাড়ির পূর্ব দিক সূর্য দ্বারা শাসিত। এই দিকের দোষ দূর করার জন্য 'ওম ভাস্করায় বিদ্মহে মহাদুত্যাথিকরায়া ধীমহি তন্নো আদিত্য প্রচোদয়াৎ।।' মন্ত্র জপ করবেন।


পশ্চিম দিকের বাস্তু মন্ত্র: বরুণ গায়ত্রী মন্ত্র


বরুণ বর্ষার দেবতা ও পশ্চিম দিকের অধিপতি। এই দিক অশুভ থাকলে বিবাহে বিলম্ব, স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই বরুণকে প্রসন্ন করে পশ্চিম দিকের বাস্তু দোষ দূর করার জন্য এই মন্ত্রটি জপ করবেন--


ওম জল বিম্বায় বিদ্মহে নীল পুরুষায় ধীমহি তন্নো বরুণছ প্রচোদয়াৎ।।


উত্তর-পূর্ব দিকের বাস্তু মন্ত্র: ঈশান গায়ত্রী মন্ত্র


বাড়ি বা অফিসের উত্তর-পূর্ব দিক ভাগ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এই দিকটি ইতিবাচক শক্তিতে সমৃদ্ধ থাকলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করা যায়। এ ক্ষেত্রে যে মন্ত্র জপ করবেন, তা হল--



ওম মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তয়ে ধীমহি তন্নঃ শিবঃ প্রচোদয়াৎ।।


উত্তর-পশ্চিম দিকের বাস্তু মন্ত্র: বায়ু গায়ত্রী মন্ত্র

এই দিকের মন্ত্র অর্থাৎ বায়প গায়ত্রী মন্ত্র আসলে শান্তি ও সদ্ভাবের মন্ত্র। প্রাকৃতিক বিপর্যয় আটকানোর জন্য এই মন্ত্র জপ করা হয়। বায়ু ও বায়ু তত্বকে সমর্পিত এই মন্ত্র জপ করলে এই দিকের ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করা যায়। পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে এই মন্ত্র।


ওম পবনপুরুষায় বিদ্মহে সহস্ত্রমূর্তয়ে চ ধীমহি তন্নো বায়ুঃ প্রচোদয়াৎ।।


দক্ষিণ-পূর্ব দিকের বাস্তু মন্ত্র: অগ্নি গায়ত্রী মন্ত্র


এই দিকের অধিপতি শুক্র। এই গ্রহ অগ্নির অধিপতি। দক্ষিণ-পূর্ব দিকের সঙ্গে অগ্নি গায়ত্রী মন্ত্র জড়িত। বাস্তু অনুযায়ী দক্ষিণ-পূর্ব দিক জাতককে মানসিক শান্তি প্রদান করে। এই দিককে শক্তিশালী করার মন্ত্র হল--


ওম মহাজ্বালায় বিদ্মহে অগ্নি মধ্যায় ধীমহি।


দক্ষিণ-পশ্চিম দিকের বাস্তু মন্ত্র


দক্ষিণ-পশ্চিম দিকটি রাক্ষস নৈরুথী দ্বারা শাসিত। বাস্তু অনুযায়ী সমস্ত দিকের মধ্যে এই দিকটি সবচেয়ে বেশি মজবুত। এই দিরক শুভ থাকলে জাতক ভালো জীবন, স্বাস্থ্য ও ধন লাভ করতে পারে। এই দিক ব্যক্তিগত সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। ধন লাভেও সহায়ক এই দিক। দক্ষিণ-পশ্চিম দিককে মজবুত করতে যে মন্ত্র জপ করবেন, তা হল--


।। ওম নিসাসরায় বিদ্মহে

কডগা হস্তয় ধীমহি

তন্নো নৈরুথী প্রচোদয়াতী ।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.