বাড়ির প্রবেশদ্বারের সামনে এই জিনিস থাকলেই সর্বনাশ, এক এক করে ঘর ছাড়বে সুখ-সৌভাগ্য!



 ODD বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির শুভ ও ইতিবাচক শক্তির মুখ্য প্রবেশদ্বারের মাধ্যমেই বাড়িতে ঢোকে। ভিতরের ও বাইরের জগতের মধ্যে সংযোগ স্থাপন করে এই প্রবেশদ্বার। তাই বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের অবস্থান, গঠন, প্রকৃতি সঠিক হওয়া উচিত। তা না-হলে হীতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। বাস্তু শাস্ত্রে প্রবেশদ্বার সংক্রান্ত বেশ কিছু টিপস দেওয়া রয়েছে। বাস্তুর এই নিয়ম মেনে চললে পরিবারে লক্ষ্মীর আগমন হয়। বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারে ভুলেও কিছু জিনিস রাখতে নেই। কোন জিনিসের কথা বলা হচ্ছে জেনে নিন এখনই।


ডাস্টবিন


বাড়ির প্রবেশদ্বারের সামনে কখনও ডাস্টবিন রাখবেন না। এমনকি নোংরা-আবর্জনাও যাতে না-থাকে। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে। প্রবেশদ্বার নোংরা হলে সেই পরিবারের সদস্যদের জীবন নানান আর্থিক সমস্যায় ঘিরে যায়।


বৈদ্যুতিন তার


প্রবেশদ্বারের সামনে যাতে বৈদ্যুতিন স্তম্ভ বা তার না-থাকে, সে দিকে লক্ষ্য রাখা উচিত। এর দ্বারা স্বাস্য প্রভাবিত হয়। সম্ভব হলে বাড়ির এক কোণায় প্রবেশদ্বার বানান। এর ফলে নেতিবাচক শক্তি ওই পরিবারের সদস্যদের সরাসরি প্রভাবিত করতে পারে না। আবার বাড়ির চৌকাঠ দু ইঞ্চি ওপরে থাকলে অধিক লাভ অর্জন করা যায়।


চটিজুতো


প্রবেশদ্বারে ভুলেও চটি জুতো রাখবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার থেকেই লক্ষ্মী প্রবেশ করে। সেখানে চটি-জুতো রাখলে লক্ষ্মী রুষ্ট হন। পরিবারের সদস্যদের আর্থিক লোকসানের শিকার হতে হয়।


মানি প্লান্ট


অনেকে বাড়ির প্রবেশদ্বারে মানি প্লান্ট লাগান। মানি প্লান্টকে অর্থের গাছ মনে করা হয়। প্রবেশদ্বারে এই গাছ লাগালে বাড়ির আর্থিক পরিস্থিতি নষ্ট হতে শুরু করে। তাই প্রবেশদ্বারে কখনও মানি প্লান্ট লাগাবেন না।


ঝাঁটা


ঝাঁটাকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। কিন্তু প্রবেশদ্বারের কাছে কখনও ঝাঁটা রাখতে নেই। বাস্তু অনুযায়ী ঝাঁটা এমন স্থানে রাখা উচিত, যাতে কারও নজর না-পড়ে। প্রবেশদ্বার ঝাঁটা রাখার উপযুক্ত স্থান নয়।


প্রবেশদ্বারের বাস্তু


এ ছাড়াও প্রবেশদ্বারের কিছু বাস্তু মেনে চলা উচিত। এর ফলে শুভ ফলাফল বৃদ্ধি পাবে--


১. বাড়ির প্রবেশদ্বার উত্তর বা পূর্ব দিকে থাকা শ্রেয়।


২. বাড়ির অন্যান্য দরজা থেকে মুখ্যদ্বার সবসময় বড় হওয়া উচিত।


৩. বাড়ির সামনে কোনও বাধা যেমন পিলার, গাছ, জলের ট্যাঙ্ক ইত্যাদি যাতে না-থাকে, সে দিকে লক্ষ্য রাখতে হবে।


৪. প্রবেশদ্বারে কোনও ছিদ্র বা ফাটল থাকবে না।


৫. দুটি দরজা বিশিষ্ট প্রবেশদ্বার অধিক শুভ। আজকাল ফ্ল্যাটবাড়িতে এমন দরজা আর দেখা যায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.