গাড়িতে রাখুন এই ছয়ের মধ্যে কোনও একটি, দূর হবে দুর্ঘটনার ভয়
ODD বাংলা ডেস্ক: বাস্তু মেনে ঘর সাজালে আমাদের জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে বাস্তু শাস্ত্র শুধু বাড়িরই নয়, বরং অফিস, দোকান এমনকি গাড়ি কী ভাবে সাজানো উচিত, তাতে কী কী রাখা উচিত, সে সব জানিয়ে থাকে। গাড়ির সাজসজ্জার বিষয়ে বাস্তু শাস্ত্র কিছু নিয়মের উল্লেখ করা হয়েছে। এর ফলে গাড়ির অভ্যন্তরের নেতিবাচক শক্তি দূর হবে। উল্লেখ্য গাড়ির বাস্তু ঠিক থাকলে পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। বাস্তু অনুযায়ী ইতিবাচক শক্তির প্রসারের জন্য গাড়িতে কোন কোন জিনিস রাখা উচিত তা জেনে নিন।
গাড়ির বাস্তু টিপস: গণেশের মূর্তি রাখুন
গাড়িতে কোনও না-কোনও দেবীদেবতার মূর্তি রাখি আমরা। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে গণেশের মূর্তি রাখা অত্যন্ত শুভ। গণেশের অপর নাম বিঘ্নহর্তা। তাঁর মূর্তি গাড়িতে রাখলে সমস্ত সংকট দূর হয়ে যায়। স্বাভাবিক ভাবেই পথ দুর্ঘটনার ভয়ও কমে আসে।
গাড়ির বাস্তু টিপস: ক্রিস্টাল রাখা শুভ
বাস্তু শাস্ত্র অনুযায়ী গাড়িতে প্রাকৃতিক পাথর বা ক্রিস্টাল রাখা অত্যন্ত শুভ। গাড়ির ড্যাশবোর্ডে এগুলি রাখা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে ভূমি ও গাড়ির মধ্যে ভারসাম্য বজায় থাকে। যা ভবিষ্যৎ দুর্ঘটনা থেকে গাড়ির চালককে সুরক্ষিত রাখে।
গাড়ির বাস্তু টিপস: চিনা কয়েন রাখতে ভুলবেন না
বাস্তু শাস্ত্র অনুযায়ী গাড়িতে চিনা কয়েন রাখা অত্যন্ত শুভ। এই কয়েনগুলি গাড়ির ইন্টিরিয়র, রং ইত্যাদির মধ্যে ভারসাম্য বজায় রাখে। এর ফলে নেতিবাচক বা অশুভ শক্তি গাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। গাড়ির নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে এই কয়েন।
গাড়ির বাস্তু টিপস: এসেনশিয়াল অয়েল মেজাজ ভালো রাখবে
গাড়িতে ল্যাভেন্ডর, পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল রাখলে মুড ভালো থাকে। এর ফলে মানসিক শান্তি লাভ করা যায়। এর সুগন্ধ ইতিবাচক ও শুভ শক্তির প্রসার ঘটায়।
গাড়ির বাস্তু টিপস: নুন দূর করবে অশুভ শক্তি
বাস্তু শাস্ত্র অনুযায়ী ইতিবাচক শক্তির বিস্তারের জন্য নুন ভালো বিকল্প। গাড়ির সিটের নীচে কাগজের মধ্যে সন্ধৈব লবণ মুড়ে রেখে দিন। এর ফলে শুভ শক্তির আগমন ঘটবে।
গাড়ির বাস্তু টিপস: কালো কচ্ছপের মূর্তি রাখা শুভ
গাড়িতে একটি কালো কচ্ছপের মূর্তি রাখা শুভ। বাস্ত অনুযায়ী কালো কচ্ছপের শো পিস গাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে ও ইতিবাচক শক্তির প্রসার ঘটায়।
Post a Comment