দুর্বল সূর্যের কারণে শরীরে ঘর করে এই রোগ, মুক্তির উপায় জানুন

 


ODD বাংলা ডেস্ক: বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয়। সরকারি চাকরিতে উচ্চপদ, প্রশাসনিক পদ এবং সামাজিক ক্ষেত্রে মান-সম্মানের কারক গ্রহ সূর্য। নেতৃত্ব গুণের প্রতিনিধিত্ব করে এই গ্রহ। আবার সূর্য বাবার কারক গ্রহ। স্ত্রীর কোষ্ঠীতে এই গ্রহকে স্বামীর কারক মনে করা হয়। এই গ্রহ সিংহ রাশির অধিপতি ও মেষ রাশিতে উচ্চস্থ। তবে তুলা এর নীচ রাশি। এক একটি রাশিতে ১ মাস ধরে গোচর করে সূর্য। ব্যক্তির শরীরে হৃদয়কে প্রতিনিধিত্ব করে এই গ্রহ। সূর্য মজবুত থাকলে ব্যক্তি জীবনে উন্নতি করে এবং সুস্থ-সবল থাকে। কিন্তু এই গ্রহ দোষযুক্ত হলে ব্যক্তি নানান রোগে আক্রান্ত হতে পারে। দুর্বল সূর্যের কারণে কোন কোন রোগ হয় এবং কী ভাবে এর থেকে মুক্তি পাবেন, তা জেনে নিন এখানে।


দুর্বল সূর্যের প্রভাবে হতে পারে চোখ ও হৃদয় রোগ


বৈদিক জ্যোতিষ অনুযায়ী সূর্য কোষ্ঠীতে নেতিবাচক ও অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হতে পারে। পাশাপাশি চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সূর্য শনির দ্বারা পীড়িত থাকলে ব্যক্তির রক্তচাপের সমস্যা হতে পারে। আবার বৃহস্পতির দ্বারা পীড়িত হলে উচ্চ রক্তচাপের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।


দুর্বল সূর্যের প্রভাবে হতে পারে এই রোগও


কোষ্ঠীতে সূর্য নীচ বা অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তির মুখে পিম্পল, তীব্র জ্বর, টাইফয়েড, মির্গী, পিত্তদোষের মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে।


দুর্বল সূর্যের প্রভাবে দেখা দিতে পারে আত্মবিশ্বাসের অভাব


শাস্ত্র মতে সূর্য কারও কোষ্ঠীতে নেতিবাচক পরিস্থিতিতে থাকলে আত্মবিশ্বাসের অভাব হতে পারে। পাশাপাশি সেই ব্যক্তির মুখ তেজহীন হয়ে পড়তে পারে।


কোন পথে মুক্তি?


আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন


রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা শুভ। পাশাপাশি সূর্যকে তামার পাত্রে জল নিবেদন করুন। এর ফলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে।


এই মন্ত্র জপ করুন


কোষ্ঠীতে সূর্য নেতিবাচক বা অশুভ পরিস্থিতিতে থাকলে সূর্য মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রগুলি হল, ওম সূর্যায় নমঃ, ওম হৃীং হৃীং সূর্যায় নমঃ, ওম ঘৃণি সূর্যাদিত্যোম এবং ওম হ্রাং হ্রীং হ্রৌং সঃ সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। এর প্রভাবে সূর্যের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন।


দান করুন


রবিবার কোনও অসহায় ব্যক্তিকে তামা ও গম দান করুন। এর প্রভাবে সূর্য দোষ থেকে মুক্তি পেতে পারেন। পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি লাভ সম্ভব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.