ডাবল ডেকার সাইকেলে গাড়ির স্টিয়ারিং, দিব্যি চালিয়ে তাক লাগালেন বৃদ্ধ

 


ODD বাংলা ডেস্ক: একটি সাইকেলের উপর চাপানো আর একটি সাইকেল। আবার সাইকেলের হ্যান্ডেলের বদলে লাগানো গাড়ির স্টিয়ারিং হুইল। দেখতে এক্কেবারে ডবল ডেকার সাইকেল। আর তাই দিব্যি চালাচ্ছেন এক বৃদ্ধ। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য।


সোশ্যাল মিডিয়ায় বিস্ময়ের শেষ নেই। পশুপাখি থেকে মানুষের কীর্তি, হামেশাই অবাক করে সকলকে। কখনও কোনও ভিডিয়ো দেখে আমরা বিস্মিত হয়ে যাই, আবার কখনও মুহূর্তের জন্যেও চোখ ফেরানো যায় না। তেমনই সম্প্রতি এক অদ্ভূত রকমের সাইকেলের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যা দেখে হতবাক সকলে।


রাস্তায় ডাবল ডেকারের বাস নিশ্চয়ই দেখেছেন? চড়তেও বেশ মজাই লাগে সেই 'দোতলা' বাসে। কিন্তু ডবল ডেকার সাইকেল চোখে পড়েছে কখনও? ভাবছেন সাইকেল, তাও আবার ডবল ডেকার? শুনতে অবিশ্বাস্য লাগলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে তেমনই একটি সাইকেলের নজির সামনে এসেছে। রাস্তায় সেই অদ্ভূত ধরনের সাইকেল চালিয়ে সকলকে তাক লাগিয়েছেন এক প্রবীণ ব্যক্তি। আর বৃদ্ধের সেই অভিনব সাইকেল চালানোর ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।


Sanjay Kumar, Dy. Collector নামে টুইটার পেজ থেকে বেশ কয়েদিন আগে ভিডিয়োটি পোস্ট করা হয়। যেখানে দেখা গিয়েছে, এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন। তবে সাধারণ সাইকেলের চেয়ে সেটি অনেকটাই আলাদা। এককথায় বৃদ্ধ প্যাডেল করছিলেন একটি ডাবল ডেকার সাইকেল। যা ভিডিয়ো না দেখলে আপনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।


ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সাইকেলের উপর বসানো হয়েছে অন্য একটি সাইকেল। ফলে মাটি থেকে বেশ অনেকটাই উঁটু হয়ে গিয়েছে যানবাহনটি। আর সেই উঁচুতে বসেই বয়স্ক ব্যক্তি অনায়াসে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাইকেল। শুধু তাই নয়, গাড়ির স্টিয়ারিং হুইলের মাধ্যমে সাইকেলটি নিয়ন্ত্রণে রেখেছেন বৃদ্ধ। উঁচু ডবল ডেকার সাইকেল চালাতে গিয়ে এতটুকু ব্যালেন্স হারাননি তিনি।


মাত্র কয়েক দিন আগে ভিডিয়োটি পোস্ট করা হয়। এরই মধ্যে প্রায় 3 লাখেরও কাছাকাছি মানুষ ভিডিয়ো দেখেছেন। এসেছে অজস্র মানুষের প্রতিক্রিয়া। বেশিরভাগ নেটিজেনই ভিডিয়ো দেখে বিস্মিত হয়ে গিয়েছেন। আবার বৃদ্ধ যদি নিজে এমন সাইকেল বানিয়ে থাকেন তাহলে তাঁর প্রতিভাকেও সাধুবাদ জানিয়েছেন অনেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.