হিল জুতো পরে মাত্র 12.82 সেকেন্ডে 100 মিটার দৌড়! গিনেস বুকে নাম উঠল যুবকের, রইল ভিডিয়ো



 ODD বাংলা ডেস্ক: হিল জুতো পরে হাঁটা মানেই ছক্কির বিষয়। সতর্ক থাকতে হয় বেখেয়ালে না পা হড়কে যায়। আর সেই উঁচু জুতো পরে দৌড়াতে পারেনই বা কয়জন! তবে অসাধ্য সাধন করে দেখিয়েছেন এক যুবক। মাত্র 12.82 সেকেন্ডে 100 মিটার দৌড়ে করেছেন বিশ্ব রেকর্ড।


বিশ্বের বিভিন্ন অসাধারণ কীর্তির জন্য স্বীকৃতি দেয় গিনেস কমিটি। সম্প্রতি হিল জুতো পরে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছেন ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ। বছর 34-এর সেই যুবক পায়ে 2.76 ইঞ্চি হিল পরে অংশ নিয়েছেন দৌড় প্রতিযোগিতায়। এখনও পর্যন্ত হিল জুতো পরে দৌড়ানোয় তিনি সবচেয়ে কম সময়ে শেষ করেছেন সেই প্রতিযোগিতা। নেটপাড়ায় ভাইরাল হয়েছে তাঁর দৌড়ানোর ভিডিয়ো।


দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকেই জয়ী হন। কিন্তু হিল জুতো পরে দৌড়ে জয়ী হওয়া মোটেই চাট্টিখানি কথা নয়! তবে কাজেই নজির গড়লেন ক্রিশ্চিয়ান। ইতিমধ্যে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গিনেস বুকের তরফেই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে।


এর আগেও হিল হিল জুতো পরে দৌড়নোর নজির রয়েছে। 2019 সালে হিল জুতো পরে 100 মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন আন্দ্রে অরটলফ। তিনি দৌড়তে সময় নিয়েছিলেন 14.02 সেকেন্ড। এত দিন পর্যন্ত হিল জুতো পরে 100 মিটার দৌড়োনোর সেটিই ছিল রেকর্ডের তালিকায়। সম্প্রতি প্রায় 2 সেকেন্ডের কম সময়ে সেই নজির ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ান। এমনকী ক্রিশ্চিয়ান বিশ্বের দ্রুততম পুরুষ উসেইন বোল্টের 100 মিটার স্প্রিন্ট ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে মাত্র 3.24 সেকেন্ড বেশি নিয়েছেন।


নিয়ম অনুযায়ী, হিল পরে দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রতিযোগিদের নূন্যতম 7 সেমি অর্থাৎ 2.76 ইঞ্চি উঁচু হিল পরতে হয়। যার জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। যদিও এমন নজির গড়া মোটেও সহজ ছিল না তাঁর জন্য। কারণ ক্রিশ্চিয়ান একজন ডায়বেটিক রোগী। তাই তাঁর কাঁছে রেকর্ড করা বেশ চ্যালেঞ্জিং ছিল।


সাফল্যের পর ক্রিশ্চিয়ানো বলেন, 'এই দৌড়ের জন্য কঠোর অনুশীলন করতে হয়েছিল। প্রমাণ হল সুস্থ সাধারণ মানুষের মতো কিংবা তার চেয়েও বেশি কঠিন কাজ টাইপ 1 ডায়বেটিক রোগী করতে পারেন।' যুবকের অভিনব দৌড়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গিনেস কমিটি। আসাধ্য সাধনের কাণ্ড দেখে অবাক নেটদুনিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.