বাংলা ভাষাকে প্রাধান্য, সরকারি হাসপাতালে ওষুধ বিতরণের নিয়মে বিরাট বদল!

ODD বাংলা ডেস্ক: রাজ্যের সব সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তবে এবার ওষুধ বিতরণের নিয়মে বড় বদল আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের সব স্তরের সরকারি হাসপাতাল থেকে রোগীদের খামে করে ওষুধ বিতরণ করা হয়। এখন থেকে সেই খামে বাংলা ভাষায় লিখে দিতে ওষুধ খাওয়ার পরিমাণ ও নিয়মাবলী।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইংরেজি না জানা রোগীদের নিয়ম মেনে ওষুধ খেতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই খামে বাংলায় লেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সব সরকারি হাসপাতালের ফার্মেসি থেকে রোগী বা তাঁর পরিবারের সদস্যরা ওষুধ নেবেন, তখন প্রত্যেক ধরনের ওষুধ আলাদা খামে ভরে দিতে হবে। খামের উপর রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় ওষুধ খাওয়ার সময়, পরিমাণ ও নিয়ম লিখে দিতে হবে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রচুর মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। চিকিৎসকদের ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন তাদের কাছে পড়া প্রায় অসম্ভব। ফলে ওষধু খাওয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা থেকে রোগীদের মুক্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রোগীরাও সহজেই নিয়ম করে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ওষুধ খেতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.