বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বলয়, রাজ্যে কি আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা?
ODD বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ওড়িশা ও বাংলার উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে রবিবার ও সোমবার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী দু-তিনদিন তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্য়জুড়ে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুনাবর্ত আজ নিম্নচাপে পরিণত হচ্ছে। ওড়িশা ও বাংলা উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। আজ ও কাল মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
Post a Comment