ওজন কমাতে জল



 ODD বাংলা ডেস্ক: শরীরের সুস্থতা পরিমাণ মতো জল পান ভীষণই জরুরি। এতে যে শুধু শরীর সুস্থ থাকে তাই নয় ত্বক ও চুলের সৌন্দর্য বজায় থাকে। 


কিন্তু অনেকেই সঠিক সময়ে সঠিক পরিমাণে জল পানে অনীহা দেখান। এতে করে শরীরের তো ক্ষতি হয়ই সেই সাথে বেড়ে যায় ওজনও। অবাক হচ্ছেন? জল কম খাওয়ার সাথে ওজন কমার কি সম্পর্ক বুঝতে পারছেন নাতো। চলুন তবে জেনে নেই:


জল আপনার শরীরের কর্মশক্তি জুগিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। সেই সাথে পেটও রাখে ভরা। জল সঠিক পরিমাণে পান না করলে ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার বেশি খাওয়া পড়ে যায়। সেই সাথে খিদে পাওয়ার প্রবণতাও যায় বেড়ে। 


আর প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেললে ওজন তো অবশ্যই বাড়বে। এছাড়াও কম জল পানে শরীর জল সঞ্চয় করতে শুরু করবে যেটি হজমে খুব বাজে ভাবে প্রভাব ফেলে। এতে করে শুধু ওজনই বাড়ে না অন্যান্য শারীরিক সমস্যাও হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.