নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের বিমানে চড়ার আগে ওজন মাপতে হচ্ছে!

 


ODD বাংলা ডেস্ক: যাত্রীদের গড় ওজন জানা দরকার। সেজন্য সহজ এক পদ্ধতি বের করেছে এয়ার নিউজিল্যান্ড। বিমানে ওঠার আগে আন্তর্জাতিক ফ্লাইটের সকল যাত্রীর ওজন মাপছে সংস্থাটি। খবর বিবিসি'র।


কোনো নাম-ঠিকানা ছাড়াই ওজনের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু ওই তথ্য এয়ারলাইনের কর্মী বা অন্য যাত্রীরা দেখতে পাবেন না বলে জানিয়েছে এয়ারলাইনটি।


এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, যাত্রীদের গড় ওজন জানা থাকলে তা ভবিষ্যতে জ্বালানি সাশ্রয়ে উন্নতি ঘটাবে।


এ জরিপে অংশ নেওয়া ঐচ্ছিক বলেও নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের জাতীয় এ বিমান পরিবহন সংস্থাটি।


এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডে অভ্যন্তরীণ যাত্রীদের ওজন মেপেছিল এটি।


নিজেদের বিমানে বহন করা সবকিছুর ওজন জানা এয়ারলাইনটির 'রেগুলেটরি প্রয়োজনীয়তা' হিসেবে এক ভিডিওতে ব্যাখ্যা করেছেন এয়ার নিউজিল্যান্ড-এর মুখপাত্র অ্যালাস্টেয়ার জেমস।


'ওজন মাপার এ কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনারা আমাদেরকে সবসময় আরও নিরাপদে ও সাশ্রয়ী উপায়ে উড়তে সহায়তা করবেন,' বলেন তিনি।


প্রায় ১০ হাজারের বেশি যাত্রীর ওজন মাপার চেষ্টা করবে এয়ার নিউজিল্যান্ড।


এয়ার নিউজিল্যান্ডের ১০৪টি সক্রিয় বিমান রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.