অবশেষে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস...


ODD বাংলা ডেস্ক: প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে রীতিমতো ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। খুদে এবং প্রবীণদের শারীরিক পরিস্থিতির উপরেও প্রভাব পড়ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে হবে বৃষ্টিপাত? ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? এদিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস।এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। স্বস্তির বিষয়, তিন জেলায় হতে পারে বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-এই পাঁচ জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এদিনও তাপমাত্রা জনিত অস্বস্তি বজায় থাকবে। ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.