কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়!



ODD বাংলা ডেস্ক: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গের। ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। কবে হবে বৃষ্টিপাত? ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সঙ্গে বৃষ্টিপাতও। গত কয়েকদিন ধরেই গুমোট গরমে রীতিমতো অস্বস্তিতে শহরবাসী। তাপমাত্রাও বাড়ছিল হু হু করে।হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে রয়েছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এছাড়াও মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়, সঙ্গে বৃষ্টি। স্বাভাবিকভাবেই এই জেলাগুলিতে ফিরবে স্বস্তি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.