একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, নদিয়া সহ ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস
ODD বাংলা ডেস্ক: অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করায় শুরু হয়েছে বৃষ্টিপাত। কিন্তু, একেবারে উলটো পরিস্থিতি দক্ষিণবঙ্গে। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আপাতত দক্ষিণবঙ্গে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু, উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত।এদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসও। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী তিন দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।অন্যান্য জেলাগুলিতেও গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে IMD-র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া-এই পাঁচ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Post a Comment