হতে পারে স্ক্যাম! অচেনা নম্বর থেকে ফোন এলে বাঁচবেন কীভাবে, জেনে নিন বিস্তারিত...

ODD বাংলা ডেস্ক: WhatsApp ব্যবহারকারীরা অবশেষে স্বস্তিতে, কারণ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ এখন ইউজারদের অজানা নম্বর থেকে আসা কলগুলিকে সাইলেন্স করার অনুমতি দেয়। অর্থাৎ নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা অচেনা নম্বর থেকে আসা কল বন্ধ করতে পারেন। এর ফলে অচেনা নম্বর থেকে WhatsApp-এ কেউ কল (অডিও এবং ভিডিও উভয়ই) করে ইউজারদের সঙ্গে স্ক্যাম করতে পারবেন না।WhatsApp-এর এই ফিচারটি ইউজাররা সেটিংসে গিয়ে সেট করতে পারেন। এর মাধ্যমে মেসেজিং অ্যাপ WhatsApp স্বয়ংক্রিয়ভাবে অচেনা ও অজানা নম্বরগুলি থেকে আসা কলগুলিকে সাইলেন্স করে যা ইউজারদের কন্টাক্টে নেই। 

এই ফিচার প্রথমে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনের জন্য প্রকাশিত হয়েছিল। কিন্তু, এখন এটি অ্যান্ড্রয়েড এবং iOS-এর সমস্ত WhatsApp ইউজারদের জন্য প্রকাশ্যে আনা হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক অচেনা ও অজানা WhatsApp কলগুলিকে সাইলেন্স করার উপায়।

ইউজাররা এই কয়েকটি উপায়ের মাধ্যমে অজানা WhatsApp কলগুলিকে সাইলেন্ট করতে পারেন –

স্টেপ ১ – এর জন্য প্রথমেই WhatsApp-এর উপরে ডানদিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।

স্টেপ ২ – এরপর WhatsApp-এর Setting অপশনে যেতে হবে।

স্টেপ ৩ – এরপর Privacy অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৪ – এরপর স্ক্রল ডাউন করে Calls অপশনে যেতে হবে।

স্টেপ ৫ – এরপর Silence unknown callers এনেবল করতে হবে।

স্টেপ ৬ – এরপর মূল WhatsApp ফিডে ফিরে যেতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.