আরও ভয়ংকর ঘূর্ণিঝড় বিপর্যয়, কবে আছড়ে পড়বে সাইক্লোন? জানাল IMD

ODD বাংলা ডেস্ক: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল বিপর্যয়। বর্তমানে এই ঘূর্ণিঝড় ফুঁসছে পূর্ব ও মধ্য আরব সাগরে। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘূর্ণিঝড় Extremely Severe Cyclonic Storm-এ পরিণত হয়েছে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। আগেই জানা গিয়েছিল, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে পাকিস্তানের করাচিতে। এবার IMD-র তরফে স্পষ্ট জানানো হল ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের দিনক্ষণ।IMD-র সর্বশেষ বুলেটিন জানাচ্ছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয় বর্তমানে গুজরাটের পোরবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। দ্বারকা থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে, নালিয়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি আগামী ১৫ জুন পাকিস্তান এবং গুজরাটের মধ্যবর্তী মান্ডবি এলাকায় আছড়ে পড়বে। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে গুজরাটের কচ্ছ এবং পাকিস্তানের করাচিতে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। দুপুরের মধ্যেই বিপর্যয় আছড়ে পড়ার সম্ভাবনা। তখনও অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়ে বিপর্যয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.