বারবার খারাপ হচ্ছে টিভি? ভুল জায়গায় রাখেননি তো! জেনে নিন বাস্তু মেনে ঘরের কোথায় টিভি রাখবেন
ODD বাংলা ডেস্ক: সারা দিনের খাটাখাটনির পর সন্ধেবেলা টিভির সামনে গা এলিয়ে দিতে বেশিরভাগ মানুষই পছন্দ করেন। আর হালফিলের স্মার্ট টিভির দৌলতে নিজের পছন্দ মতো শো, ওয়েব সিরিজ নিজের সুবিধে মতো সময়ে দেখে নেওয়া যায়। কিন্তু ঘরের কোথায় টিভি রাখলে তা ঠিক হবে সে কথা জানেন কি? ঘরের কোন আসবাব কোথায় রাখলে শুভ ফল পাওয়া যায়, সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে স্পষ্ট নির্দেশিকা আছে। ঘরের কোথায় টিভি রাখলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় তা জেনে নিন বাস্তু বিশেষজ্ঞদের কাছ থেকে।
ঘরের সঠিক স্থানে টিভি না রাখলে তার ফলে আপনার সংসারে আর্থিক কষ্ট দেখা দিতে পারে। জানলে অবাক হবেন যে টিভির ভুল ব্যবহারের ফলে এমনকি মা লক্ষ্মীও আপনাকে ছেড়ে বিদায় নিতে পারেন। কারণ ভুল স্থানে টিভি থাকলে তা পরিবারে নেগেটিভ এনার্জি প্রবাহিত করে।
কোথায় রাখবেন টিভি?
* আপনি যদি বাস্তু মেনে সাধের টিভি সেটটি রাখতে চান তবে তা বেডরুমে না রাখাই ভালো৷
* যদি একান্তই রাখতে চান তাহলে বেডরুমের উত্তর-পশ্চিম কোণে রাখতে পারেন৷
* সব থেকে ভালো হয় ড্রয়িং/লিভিং রুমের দক্ষিণ-পূর্ব দিকে যদি আপনার টিভি সেটটি রাখতে পারেন৷
* বেডরুমে যদি রাখেন তবে খাটের থেকে কমপক্ষে ২ মিটার দূরে রাখবেন৷
* আর তা যদি ড্রয়িং/লিভিং রুমে হয়, তাহলে তার সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকে দু-তিন মিটার দূরে রাখা উচিত৷
কোথায় থাকবে ডিভিডি, মিউজিক সিস্টেম?
টেলিভিশনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ডিভিডি প্লেয়ার, সেট-টপ বক্স, ডিটিএইচ, মিউজিক সিস্টেমের ক্ষেত্রেও এই টিপসগুলি প্রযোজ্য৷
* টেলিভিশনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে মিউজিক সিস্টেমের প্লেসমেন্ট হওয়া উচিত৷
* এই সমস্ত ইলেকট্রিকাল গ্যাজেটের ‘ভলিউম লেবেল’ অত্যন্ত চড়া না হওয়াই বাঞ্ছনীয়৷ অত্যন্ত উচ্চ স্তরের যে কোনও শব্দ গৃহস্থ বাড়ির পক্ষে অমঙ্গলজনক৷ বাস্তুশান্তির পক্ষে তা অশুভ৷ এর ফলে চঞ্চলা গৃহলক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে বিদায় নেবেন।
Post a Comment