করমণ্ডল দুর্ঘটনায় মৃতের স্ত্রী পরিচয় দিয়ে আর্থিক সাহায্য হাতানোর ছক মহিলার!
ODD বাংলা ডেস্ক: ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনার পর স্বজন হারানোর যন্ত্রণার নানা ছবি প্রকাশ্যে এসেছে। এখনও অনেক দেহই চিহ্নিত করা হয়নি। আপনজনের খোঁজে দিশেহারা অনেকে। এমন আবহে এক অসাধু কারবারের খবর প্রকাশ্যে এল। মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে সরকার। মোটা অঙ্কের সেই আর্থিক সাহায্য হাতানোর ছক কষতে গিয়ে ধরা পড়লেন এক মহিলা।দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির স্ত্রী বলে নিজেকে দাবি করে আর্থিক সাহায্য নিতে গিয়েছিলেন ওই মহিলা। তার পরেই রেল পুলিশের হাতে পর্দাফাঁস হল। ওড়িশা টিভি সূত্রে এই খবর জানা গিয়েছে।জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ)-তে আর্থিক সাহায্য সংগ্রহ করতে গিয়েছিলেন ওই মহিলা। রেল পুলিশের দাবি, ওই মহিলা কাঁদতে কাঁদতে জানান যে, দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। একটি দেহ তাঁর স্বামীর বলে চিহ্নিতও করেন। মহিলা সত্যি কথা বলছেন কি না, তা এই পরিস্থিতিতে যাচাই করেনি পুলিশ। মহিলা কাঁদছিলেন, তাই তাঁকে বেশি প্রশ্নও করেননি রেল পুলিশের কর্মীরা। আর্থিক সাহায্য প্রদানের জন্য সইসাবুদের পর মহিলা এবং তাঁর স্বামীর আধার কার্ড চাওয়া হয়।আধার কার্ড দেখাতে পারেননি ওই মহিলা। এর পরেই সন্দেহ হয় পুলিশের। তখনই সত্যটি প্রকাশ্যে আসে।
Post a Comment