জিভের দৈর্ঘ্য বিয়ার ক্যানের থেকেও লম্বা, গিনেসে নাম তুলল জার্মান শেফার্ড জোয়ি

 


ODD বাংলা ডেস্ক: বয়স মাত্র তিন বছর। কিন্তু জিহ্বাটি লম্বায় একটি সোডার ক্যানকেও লজ্জা দেবে। মিশ্র প্রজাতির একটি কুকুকের জিভের আকার এমনই। আর এটা নজরে এসেছে গিনেস বুক সংস্থার। লম্বা জিহ্বার জন্য Zoey নামে কুকুরটির নাম উঠেছে গিনেস বুক অফ রেকর্ডে। জানা গেছে Zoey নামে কুকুরটি জার্মান শেফার্ড এবং ল্যাব্রাডর প্রজাতি কুকুরের মিশ্রন। কুকুরটির জিহ্বাটি লম্বায় প্রায় ১২.৭ সেন্টিমিটার বা ৫ ইঞ্চি। লম্বায় একটি সোডা ক্যানের চেয়ে বড়। ছোটবেলা থেকে মিশ্র প্রজাতির এই কুকুরটির জিহ্বা বড় ছিল বলে জানিয়েছেন আমেরিকার লুইসিয়ানার মেটারিতে নিবাসী Zoey-র মালিক ড্রিউ এবং স্যাডি উইলিয়ামস।


প্রায় মুখ থেকে জিহ্বাটি বের হয়ে আসত বলে জানিয়েছেন তারা। স্যাডি উইলিয়ামস জানিয়েছেন, কুকুরটির বয়স যখন ছয় সপ্তাহ, তখন জিহ্বাটি বের হয়ে আসত। এই সংক্রান্ত একটি ছবিও গিনেস রেকর্ডস সংস্থাটিকে দেখিয়েছেন তিনি। লম্বা জিহ্বার জন্য গত বছর Zoey-এর মালিকরা তাকে একটি পশুচিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। সেই সময় জিহ্বার মাপ নেওয়া হয়েছিল। কুকুরটির জিহ্বাটি বিশেষ বৈশিষ্ঠ্যের জন্য স্বীকৃতি পাবে বলে সেই সময় চিকিৎসক ড্রিউ এবং স্যাডিতে জানিয়েছিলেন।


জানা গেছে Zoey নামে কুকুরটি কাঠবিড়ালিকে তাড়া করতে, জলাশয়ে সাঁতার কাটতে পারদর্শী। গাড়ি চড়তেও পছন্দ করে। কিন্তু স্নানের সময় যত বিপত্তি বলে জানিয়েছেন Zoey-এর মালিকরা। এর আগে লম্বা জিহ্বার জন্য গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠেছিল ৩ বছরের বিসবি নামে একটি কুকুরের। তার জিহ্বাটি ছিল প্রায় ৯.৪৯ সেন্টিমিটার বা ৩.৭৪ ইঞ্চি। কুকুরটির মালিক ছিলেন অ্যারিজোনার বাসিন্দা। তিন মাস আগেই সেই রেকর্ড ভেঙে দিল Zoey। নাম তুলল গিনেস বুক অফ রেকর্ডে।


উল্লেখ্য, গত এপ্রিল মাসে উচ্চতায় সবচেয়ে ছোট কুকুর হিসেবে গিনেস বুকে নাম উঠেছিল পার্ল নামে একটি কুকুরের। চিহুয়াহুয়া গোত্রের কুকুরটি লম্বায় একটি নোটের সমান। আর উচ্চতায় টিভি রিমোটের চেয়ে ছোটও। ২ বছর বয়সী পার্ল নামে ওই কুকুরটির উচ্চতা ছিল 3.59 ইঞ্চি। ২০২০ সালের ১ সেপ্টেম্বর তার জন্ম। জন্মের পর অন্যান্য কুকুর ছানারা যেমন বড় হয়, পার্ল কিন্তু সেই মতো বাড়েনি। ছোটই থেকে গেছে। ছোট্ট কুকুরটির মালিক ইতালির ভ্যানেসা সেলমারের বাসিন্দা। পার্লের প্রিয় খাবারের মধ্যে স্থান করে নিয়েছে মুরগির মাংস ও স্যামন মাছ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.