৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


ODD বাংলা ডেস্ক: আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সুনামির হুমকি জারি করেছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বিভাগ। সূত্রের খবর, রবিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোরে আলাস্কার উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৭ দশমিক ৪। এটি অঞ্চলটির ৯ দশমিক ৩ কিলোমিটার (৫. ৭৮ মাইল) গভীরে ছিল। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বিভাগ ভূমিকম্পের পর সুনামির হুমকি জারি করেছে। এ ভূমিকম্পের পরে অঞ্চলটিতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে বা কোনো হতাহত হয়েছে কিনা, এখনও জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.